কিরিবাস জাতীয় ফুটবল দল

কিরিবাস জাতীয় ফুটবল দল (ইংরেজি: Kiribati national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে কিরিবাসের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম কিরিবাসের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কিরিবাস ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি এখন পর্যন্ত ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ২০০৭ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা ওশেনিয়া ফুটবল কনফেডারেশনের সহযোগী সদস্য হিসেবে রয়েছে।[3] ১৯৭৯ সালের ৩০শে আগস্ট তারিখে, কিরিবাস প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; ফিজির সুভায় অনুষ্ঠিত উক্ত ম্যাচে কিরিবাস ফিজির কাছে ২৪–০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।

কিরিবাস
ডাকনামকিরিবিস
অ্যাসোসিয়েশনকিরিবাস ফুটবল ফেডারেশন
কনফেডারেশনওএফসি (ওশেনিয়া)
প্রধান কোচজ্যাক কিউলি
অধিনায়কজেফ জং
সর্বাধিক ম্যাচনাবারুরু বাতিরি (৮)
শীর্ষ গোলদাতালরেন্স নেমিয়া (২)
মাঠবাইরিকি জাতীয় স্টেডিয়াম
ফিফা কোডKIR
ওয়েবসাইটkiribatifootball.com
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমাননেই (৩১ মার্চ ২০২২)[1]
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ২৩৪ (৩০ এপ্রিল ২০২২)[2]
সর্বোচ্চ১৮৭ (১৯৭৯)
সর্বনিম্ন২৩৫ (২০১৮)
প্রথম আন্তর্জাতিক খেলা
 ফিজি ২৪–০  কিরিবাস
(সুভা, ফিজি; ৩০ আগস্ট ১৯৭৯)
বৃহত্তম পরাজয়
 ফিজি ২৪–০  কিরিবাস
(সুভা, ফিজি; ৩০ আগস্ট ১৯৭৯)

২,৫০০ ধারণক্ষমতাবিশিষ্ট বাইরিকি জাতীয় স্টেডিয়ামে কিরিবিস নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় কিরিবাসের দক্ষিণ তারাওয়াে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন জ্যাক কিউলি এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন মধ্যমাঠের খেলোয়াড় জেফ জং

ফিফার সদস্যপদ না থাকার ফলে কিরিবাস এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, ওএফসি নেশন্স কাপেও কিরিবাস এপর্যন্ত একবারও অংশগ্রহণ করতে সক্ষম হয়নি।

তারারিকি তারোতু, কাবেন ইওতেবা, নাবারুরু বাতিরি, লরেন্স নেমিয়া এবং এনরি তেনুকাইয়ের মতো খেলোয়াড়গণ কিরিবাসের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিং

ফিফার সদস্যপদ না থাকার ফলে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে কিরিবাসের কোন স্থান নেই। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে কিরিবাসের সর্বোচ্চ অবস্থান হচ্ছে ১৮৭তম (যা তারা ১৯৭৯ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ২৩৫। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

বিশ্ব ফুটবল এলো রেটিং
৩০ এপ্রিল ২০২২ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[2]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
২৩২  মাইক্রোনেশিয়া যুক্তরাজ্য৫৬৫
২৩৩  ভুটান৫৬৩
২৩৪  কিরিবাস৫৪৫
২৩৫  টোঙ্গা৫২৯
২৩৬  নিউয়ে৪৯৬

তথ্যসূত্র

  1. "ফিফা/কোকা-কোলা বিশ্ব র‍্যাঙ্কিং"ফিফা। ৩১ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২২
  2. গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"eloratings.net। ৩০ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২২
  3. "Activity Report for 2007"। Kiribati Islands Football Association। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০২১

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.