কিম স্ট্যানলি

কিম স্ট্যানলি (জন্ম প্যাট্রিশিয়া রেইড, ১১ ফেব্রুয়ারি ১৯২৫ - ২০ আগস্ট ২০০১) ছিলেন একজন মার্কিন অভিনেত্রী। তিনি মূলত টেলিভিশন ও মঞ্চে অভিনয় করতেন, তবে মাঝে মাঝে চলচ্চিত্রেও কাজ করতেন। ১৯৫০-এর দশকে তিনি টেলিভিশনের অন্যতম অভিনেত্রী ছিলেন এবং পরবর্তীকালে চলচ্চিত্রে আগমন করেন ও দ্য গডেস (১৯৫৮) চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হন। তিনি টু কিল আ মকিংবার্ড (১৯৬২) চলচ্চিত্রে বর্ণনাকারী হিসেবে কণ্ঠ দেন এবং সেয়ান্স অন আ ওয়েট আফটারনুন (১৯৬৪) চলচ্চিত্রে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন, যার জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে নিউ ইয়র্ক চলচ্চিত্র সমালোচক সমিতি পুরস্কার লাভ করেন এবং শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। এছাড়া তিনি ফ্রান্সেস (১৯৮২) চলচ্চিত্রে ফ্রান্সেস ফারমারের মায়ের ভূমিকায় অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। স্ট্যানলি ১৯৮৫ সালে টেলিভিশন চলচ্চিত্র ক্যাট অন আ হট টিন রুফ-এ বিগ মামা চরিত্রে অভিনয় করে মিনি ধারাবাহিক বা টিভি চলচ্চিত্রে সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার অর্জন করেন। একই বছর আমেরিকান থিয়েটার হল অব ফেমে তার নাম অন্তর্ভুক্ত হয়।[1]

কিম স্ট্যানলি
Kim Stanley
১৯৬১ সালে কার্ল ভ্যান ভেখটেনের তোলা ছবিতে স্ট্যানলি
জন্ম
প্যাট্রিশিয়া রেইড

(১৯২৫-০২-১১)১১ ফেব্রুয়ারি ১৯২৫
মৃত্যু২০ আগস্ট ২০০১(2001-08-20) (বয়স ৭৬)
সান্তা ফে, নিউ মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র
মাতৃশিক্ষায়তনঅ্যাক্টরস স্টুডিও
নিউ মেক্সিকো বিশ্ববিদ্যালয়
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৫০-১৯৮৫
দাম্পত্য সঙ্গীব্রুস হল
(বি. ১৯৪৫; বিচ্ছেদ. ১৯৪৬)

কার্ট কনওয়ে
(বি. ১৯৪৯; বিচ্ছেদ. ১৯৫৬)

আলফ্রেড রাইডার
(বি. ১৯৫৮; বিচ্ছেদ. ১৯৬৪)

জোসেফ সিগেল
(বি. ১৯৬৪; বিচ্ছেদ. ১৯৬৭)
সন্তান

প্রারম্ভিক জীবন

স্ট্যানলি ১৯২৫ সালের ১১ই ফেব্রুয়ারি নিউ মেক্সিকো অঙ্গরাজের তুলারোজায় জন্মগ্রহণ করেন। তার মাতা অ্যান (বিবাহপূর্ব মিলার) ছিলেন একজন অভ্যন্তরীণ নকশাকার এবং পিতা জে. টি. রেইড ছিলেন আলবাকুর্কিতে অবস্থিত নিউ মেক্সিকো বিশ্ববিদ্যালয়ের দর্শন ও শিক্ষা বিভাগের অধ্যাপক।[2] তার পিতা আইরিশ বা স্কটিশ বংশোদ্ভূত এবং টেক্সাস অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করেন ও সেখানেই বেড়ে ওঠেন। তার মাতা জার্মান ও ইংরেজ বংশোদ্ভূত। তাদের দুজনের পরিচয় টেক্সাসে হয়েছিল। স্ট্যানলির তিন ভাই ছিল, তাদের মধ্যে হাওয়ার্ড ক্লিনটন রেইড একজন মনোচিকিৎসক, কেনেথ রেইড দ্বিতীয় বিশ্বযুদ্ধে পাইলটের প্রশিক্ষণ নেওয়ার সময়ে মারা যান, ও জাস্টিন ট্রুম্যান রেইড একজন আইনজীবী। এছাড়া তার এক সৎবোন ছিল, যার নাম ক্যারল অ্যান রেইড।[2] স্ট্যানলি নিউ মেক্সিকো বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিষয়ে অধ্যয়ন করেন এবং পরবর্তীকালে পাসাডেনা প্লেহাউজে অধ্যয়ন করেন। তিনি তার মাতামহীর বংশনাম তার মঞ্চনাম হিসেবে গ্রহণ করেন।[2]

কর্মজীবন

স্ট্যানলি অভিনীত প্রথম চলচ্চিত্র দ্য গডেস (১৯৫৮)। এই চলচ্চিত্রে একজন বিয়োগান্ত চলচ্চিত্র তারকা চরিত্রে অভিনয় করে তিনি প্রশংসিত হন। তিনি টু কিল আ মকিংবার্ড (১৯৬২) চলচ্চিত্রে বর্ণনাকারী হিসেবে কণ্ঠ দেন। তিনি জিন লুইস ফিঞ্চ ("স্কাউট") চরিত্রের বয়স্ক চরিত্রের জন্য কণ্ঠ দেন, চলচ্চিত্রটিতে ম্যারি ব্যাডাম কিশোরী স্কাউট চরিত্রে অভিনয় করেন। তিনি সেয়ান্স অন আ ওয়েট আফটারনুন (১৯৬৪) চলচ্চিত্রে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন, যার জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে নিউ ইয়র্ক চলচ্চিত্র সমালোচক সমিতি পুরস্কার ও ন্যাশনাল বোর্ড অব রিভিউ পুরস্কার লাভ করেন এবং শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারবাফটা পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[3]

তিনি ফ্রান্সেস (১৯৮২) চলচ্চিত্রে ফ্রান্সেস ফারমারের মায়ের ভূমিকায় অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারগোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[4] স্ট্যানলি ১৯৮৫ সালে টেলিভিশন চলচ্চিত্র ক্যাট অন আ হট টিন রুফ-এ বিগ মামা চরিত্রে অভিনয় করে মিনি ধারাবাহিক বা টিভি চলচ্চিত্রে সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার অর্জন করেন।

তথ্যসূত্র

  1. "Broadway's Best"দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২০
  2. "The Player A Profile Of An Art"archive.org। সিমন অ্যান্ড শুস্টার। ১৯৬১। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০২০
  3. "The 37th Academy Awards (1965) Nominees and Winners"অস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০২০
  4. "The 55th Academy Awards (1983) Nominees and Winners" (ইংরেজি ভাষায়)। অস্কার। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০২০

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.