কিম কাট্র্যাল
কিম ভিক্টোরিয়া কাট্র্যাল (ইংরেজি: Kim Victoria Cattrall, /kəˈtræl/; জন্ম: ২১ আগস্ট ১৯৫৬) হলেন একজন ব্রিটিশ-কানাডীয় অভিনেত্রী।[1] তিনি এইচবিও চ্যানেলের হাস্যরসাত্মক ধারাবাহিক সেক্স অ্যান্ড দ্য সিটি (১৯৯৮-২০০৪)-এ সামান্থা জোন্স চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত। এই কাজের জন্য তিনি পাঁচটি এমি পুরস্কার এবং চারটি গোল্ডেন গ্লোব পুরস্কার-এ মনোনয়ন লাভ করেছেন, ও ২০০২ সালে টিভি ধারাবাহিকে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার লাভ করেন। তাকে সেক্স অ্যান্ড দ্য সিটি (২০০৮) ও এর অনুবর্তী পর্ব সেক্স অ্যান্ড দ্য সিটি টু (২০১০) চলচ্চিত্রেও ধারাবাহিকে তার অভিনীত চরিত্রে দেখা।
কিম কাট্র্যাল | |
---|---|
Kim Cattrall | |
জন্ম | |
জাতীয়তা |
|
মাতৃশিক্ষায়তন | লন্ডন একাডেমি অব মিউজিক অ্যান্ড ড্রামাটিক আর্ট আমেরিকান একাডেমি অব ড্রামাটিক আর্টস |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৭৫–বর্তমান |
তথ্যসূত্র
- "Index entry"। ফ্রিবিএমডি। ONS। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০১৮।
বহিঃসংযোগ
উইকিমিডিয়া কমন্সে কিম কাট্র্যাল সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- অলমুভিতে কিম কাট্র্যাল
- ইন্টারনেট ব্রডওয়ে ডেটাবেজে কিম কাট্র্যাল (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে কিম কাট্র্যাল (ইংরেজি)
- টার্নার ক্লাসিক মুভিজ ডেটাবেজে কিম কাট্র্যাল (ইংরেজি)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.