কিম কাট্র্যাল

কিম ভিক্টোরিয়া কাট্র্যাল (ইংরেজি: Kim Victoria Cattrall, /kəˈtræl/; জন্ম: ২১ আগস্ট ১৯৫৬) হলেন একজন ব্রিটিশ-কানাডীয় অভিনেত্রী।[1] তিনি এইচবিও চ্যানেলের হাস্যরসাত্মক ধারাবাহিক সেক্স অ্যান্ড দ্য সিটি (১৯৯৮-২০০৪)-এ সামান্থা জোন্স চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত। এই কাজের জন্য তিনি পাঁচটি এমি পুরস্কার এবং চারটি গোল্ডেন গ্লোব পুরস্কার-এ মনোনয়ন লাভ করেছেন, ও ২০০২ সালে টিভি ধারাবাহিকে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার লাভ করেন। তাকে সেক্স অ্যান্ড দ্য সিটি (২০০৮) ও এর অনুবর্তী পর্ব সেক্স অ্যান্ড দ্য সিটি টু (২০১০) চলচ্চিত্রেও ধারাবাহিকে তার অভিনীত চরিত্রে দেখা।

কিম কাট্র্যাল
Kim Cattrall
২০১১ সালের ফেব্রুয়ারিতে কাট্র্যাল
জন্ম (1956-08-21) ২১ আগস্ট ১৯৫৬
জাতীয়তা
  • ব্রিটিশ
  • কানাডীয়
মাতৃশিক্ষায়তনলন্ডন একাডেমি অব মিউজিক অ্যান্ড ড্রামাটিক আর্ট
আমেরিকান একাডেমি অব ড্রামাটিক আর্টস
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৭৫–বর্তমান

তথ্যসূত্র

  1. "Index entry"ফ্রিবিএমডি। ONS। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.