কিমওহ ৪ কিডস
কিমওহ ৪ কিডস (ইংরেজি: Qimo 4 Kids)[2] ফ্রি সফটওয়্যারের সমন্বয়ে বাচ্চাদের উপযোগী ডেস্কটপ পরিবেশ। শিক্ষাভিত্তিক গেম: টাক্সপেইন্ট, ই-টয়জ, জিকম্প্রিস, টাক্সম্যাথ, ও টাক্সটাইপিং কিমওহর সাথে আসে।
উন্নয়নকারী | কুইনকো, মাইকেল & মাইশেল হেল[1] |
---|---|
প্ল্যাটফর্ম | ইউনিক্স-সদৃশ |
ধরন | ৩+ বাচ্চাদের জন্যে ডেস্কটপ পরিবেশ |
লাইসেন্স | গনু জেনারেল পাবলিক লাইসেন্স |
ওয়েবসাইট | qimo4kids |
বড় রঙিন আইকন বাচ্চাদের সহজেই নেভিগেট করতে সাহায্য করে। কিমওহ যুবুন্টুর উপর ভিত্তি করে নির্মিত।[3] জুবুন্টু-ভিত্তিক হওয়ায় কিমওহ অনেক কম রিকোয়ারমেন্টসে চলে। [2]
তথ্যসূত্র
- "কিমওহ ৪ কিডস বিশেষ ধন্যবাদ"। ১১ ফেব্রুয়ারি ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০১৮।
- "কিমওহ ৪ কিডস ফ্যাক"।
- "kidsoncomputers.org-এর ডেভেলপারদের সাথে সাক্ষাতকার"।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.