কিনরারা একাডেমী ওভাল
কিনারা একাডেমী ওভাল বন্দর কিনারা, পুচং, সেলাঙ্গর, মালয়েশিয়ায় অবস্থিত একটি ক্রিকেট স্টেডিয়াম।[2] এটি নির্মিত হয় ২০০৩ সালে।প্রথম নথিভুক্ত খেলা ছিলো এশিয়ান ক্রিকেট কাউন্সিল অ-১৭ কাপের কুয়েত অ-১৭ দল বনাম ভুটান অ-১৭ দলের খেলাটি।[3]
স্টেডিয়ামের তথ্যাবলি | |
---|---|
অবস্থান | বন্দর কিনারা, পুচং, সেলাঙ্গর, মালয়েশিয়া |
দেশ | মালয়েশিয়া |
প্রতিষ্ঠা | ২০০৩ |
ধারণক্ষমতা | ৪,০০০[1] |
প্রান্তসমূহ | |
নর্থ এন্ড সাউথ এন্ড | |
আন্তর্জাতিক খেলার তথ্য | |
প্রথম পুরুষ ওডিআই | ১২ সেপ্টেম্বর ২০০৬: অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ |
সর্বশেষ পুরুষ ওডিআই | ৪ মে ২০১৪: হংকং বনাম সংযুক্ত আরব আমিরাত |
প্রথম নারী টি২০আই | 4 June 2018: বাংলাদেশ বনাম পাকিস্তান |
সর্বশেষ নারী টি২০আই | 10 June 2018: বাংলাদেশ বনাম ভারত |
উৎস: মাঠ পরিচিতি |
তথ্যসূত্র
বহিঃসংযোগ
- ক্রিকেট আর্কাইভে কিনরারা একাডেমি ওভাল
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.