কিটু গিদওয়ানি

কিটু গিদওয়ানি (ইংরেজি: Kitu Gidwani) (জন্ম: ২২ অক্টোবর ১৯৬৭) একজন ভারতীয় মডেল এবং অভিনেত্রী। তিনি ভারতীয় টেলিভিশনে চলচ্চিত্রের পাশাপাশি বিভিন্ন ধারাবাহিকে অভিনয় করেন। ভারতীয় টেলিভিশন চ্যালেন দূরদর্শননে ১৯৮৬ সালে এয়ার হোস্টেজ টেলিভিশন ধারাবাহিক সম্প্রচারকালে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। তিনি ড্যান্স অব দ্যা উইন্ড (১৯৯৭), দীপা মেহতার আর্থ (১৯৯৮), গোব্নিদ নিহালিনির রুক্ষ্ণবতী কি হাবেলি (১৯৯১), কামাল হাসানের আলাভান্দান এবং দেহাম (২০০১) চলচ্চিত্রে অভিনয়ের জন্যে সমালোচনামূলক প্রশংসা অর্জন করেন।[1]

কিটু গিদওয়ানি
ক্যাসিনো রোয়াল রেস-এ কিটু গিদওয়ানি
জন্ম
কৌশল্যা গিদওয়ানি

(1967-10-22) ২২ অক্টোবর ১৯৬৭
মুম্বই, ভারত
জাতীয়তাভারতীয়
পেশামডেল এবং অভিনেত্রী

প্রাথমিক জীবন

গিদওয়ানি ভারতের মুম্বইয়ে জন্ম নেন। তার সিন্ধি বাবা-মা দেশবিভাগের পর পাকিস্তান থেকে স্থানান্তরিত হন। তারা ওরলিতে একটি উদ্বাস্তু শিবিরে বাস করতেন।[2] তার একজন ভাই রয়েছে।

তিনি মুম্বইয়ের ফোর্ট কনভেন্ট বিদ্যালয়ে পড়াশোনা করেন। তার স্নাতকোত্তরের সময় ফরাসি ভাষার প্রতি তার আগ্রহ জন্মায় এবং তিনি ফরাসি নাটকে অভিনয় শুরু করেন। পরবর্তিতে শীঘ্রই তিনি জনক টোপরানি কর্তৃক পরিচালিত ইংরেজি নাটকে অভিনয় করেন। তিনি কয়েকটি টেলিভিশন ধারাবাহিকে অভিনয়ের পরবর্তীকালে ফরাসি ব্ল্যাক (১৯৮৭) চলচ্চিত্রে[3] একজন ব্রাজিলিয় মেয়ের চরিত্রে অভিনয় করেন।[4]

ব্যক্তিগত জীবন

ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত। এবং এধরনের ঝুঁকির মধ্যে বাস করার বিষয়ে তিনি অনাগ্রহী। জীবন এবং প্রকৃতির ঐন্দ্রজালিক সাদৃশ্য অনুসন্ধানই তার সাধনা হয়ে থেকেছে।[5]

চলচ্চিত্র তালিকা

চলচ্চিত্র

বছরশিরোনামচরিত্রভাষাটীকা
১৯৮৪হোলিহিন্দি[6]
১৯৮৫ উইজডম ট্রিস্বল্পদৈর্ঘ্য
জানামহিন্দি[7]
১৯৮৭ব্ল্যাকফরাসি[8]
১৯৯১ দ্যা খাজুরাহস্বল্পদৈর্ঘ্য
রুক্ষ্ণবতী কি হাবেলিকিটু গিদওয়ানিহিন্দি
১৯৯৭ ড্যান্স অব দ্যা উইন্ডপল্লবি সেহগালথ্রি কন্টিনেন্ট উৎসব শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার
শ্যাডো ইন দ্যা ডার্কলাজমা
১৯৯৮আর্থবান্টি শেঠনাইংরেজি/হিন্দি[10]
২০০১ আলাভান্দানতামিল[11]
দেহমজয়াহিন্দি
২০০২নাজরানাইশিতার মাহিন্দিটেলিভিশন চলচ্চিত্র
২০০৪হ্যাপিলি এভার আফটারমিমি গিবসনফরাসি[12]
২০০৬দিল দিয়া হ্যায়মিশেলহিন্দি[13]
২০০৭স্ট্রেন্জারসহিন্দি[14]
২০০৮ ফ্যাশনঅনিশা রায়হিন্দি[15]
জানে তু... ইয়া জানে নাশৈলাহিন্দি[16]
২০০৯ফির কভিদিব্যা সিংহিন্দি[17]
২০১০ হ্যালো জিন্দেগিড. সাধনাহিন্দি
ধোবি ঘাটভাটসালাহিন্দি[18]
২০১১মনিকাপামেলা গারেয়ালহিন্দি[19]
২০১২স্টুডেন্ট অব দ্যা ইয়ারমানিনি ব্যাণার্জিহিন্দি[20]
২০১৩এক বুড়া আদমিরুমকি দেবহিন্দি[21]
২০১৪ট্রাফিকবিশাল সিং-এর মাহিন্দি
২০১৫Wedding Pullavঅমৃতাহিন্দি

টেলিভিশন ধারাবাহিক

অভিনেত্রী হিসেবে
বছরশিরোনামচরিত্রটীকা
১৯৮৫তৃষ্ণারথি
১৯৮৬এয়ার হোস্টেজ[22]
১৯৯৪তেহকিকাতকবিতাপ্রথম পর্বে হত্যাকারী হিসাবে উপস্থিতি
১৯৯৫-৯৭স্বভিমানসবিতলানা ব্যাণার্জি[23]
১৯৯৫-৯৬সাহিলপ্রির্না
১৯৯৮শক্তিমানগীতা বিশ্বাস[24]
২০০৪কেসারপাম মাল্য
২০০৫কাশিশরত্না
২০০৬-০৭কুলবধুঅন্তরা সিং রাথোড়

পুরস্কার ও স্বীকৃতি

১৯৯৮ সালে, গিদওয়ানি ড্যান্স অব দ্যা উইন্ড চলচ্চিত্রে পল্লবি চরিত্রে অভিনয়ের অসামান্য কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ ফ্রান্স নানটেসের থ্রি কন্টিনেন্ট উৎসবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জেতেন।

আরও দেখুন

তথ্যসূত্র

  1. For Kitu Gidwani, it's mind over body! Ronjita Kulkarni, Rediff.com, Movies, 3 May 2002.
  2. Singh, Sanghita (১ এপ্রিল ২০০২)। "It's back to the basics for Kitu Gidwani"The Times Of India
  3. "Famous Sindhis - Kidu Gidwani"। ৬ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৪
  4. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৯ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৪
  5. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৩ জানুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জুন ২০১৪
  6. "হোলি"আইএমডিবি। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-০৩
  7. "হোলি"আইএমডিবি। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-০৩
  8. "Black - Acting Credits"New York Times। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-০৩
  9. "শ্যাডো ইন দ্যা ডার্ক"New York Times। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-০৩
  10. "আর্থ"আইএমডিবি। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-০৩
  11. "আলাভানধান"আইএমডিবি। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-০৩
  12. "হ্যাপিলি এভার আফটার"আইএমডিবি। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-০৩
  13. "দিল দিয়া হ্যায়"আইএমডিবি। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-০৩
  14. "স্ট্রেন্জারস"আইএমডিবি। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-০৩
  15. "ফ্যাশন"আইএমডিবি। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-০৩
  16. "জানে তু... ইয়া জানে না"আইএমডিবি। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-০৩
  17. "ফির কভি"আইএমডিবি। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-০৩
  18. "ধোবি ঘাট"আইএমডিবি। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-০৩
  19. "মনিকা"আইএমডিবি। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-০৩
  20. "স্টুডেন্ট অব দ্যা ইয়ার"আইএমডিবি। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-০৩
  21. "এক বুড়া আদমি"আইএমডিবি। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-০৩
  22. "এয়ার হোস্টেজ"আইএমডিবি। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-০৩
  23. "স্বভিমান"আইএমডিবি। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-০৩
  24. "শক্তিমান"আইএমডিবি। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-০৩

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.