কিউব (কেবল টিভি)

কিউব ছিলো একটি পরীক্ষামূলক ২-ওয়ে, মাল্টি প্রোগ্রাম করা ইন্টারঅ্যাক্টিভ কেবল সিস্টেম যেটি যুক্তরাষ্ট্রের ইন্টারঅ্যাক্টিভ টেলিভিশনের একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। এটি ১৯৭৭ সালের ১ ডিসেম্বরে ওহাইওর কলাম্বাস শহরে উদ্বোধন হ​য়।[1] একটি বিপ্লবী অগ্রগতি হিসেবে অত্যন্ত প্রচারিত,[2] পরীক্ষামূলক কিউব সিস্টেমটি দর্শকদেরকে প্রচুর ধারণার পরিচয় করিয়ে দেয়, যেগুলো টিভি প্রযুক্তির ভবিষ্যৎ উন্নতির অংশ হলো, যেমন পে-পার-ভিউ টিভি অনুষ্ঠান, গ্বত্র টেলিভিশন চ্যানেল, এবং ইন্টারঅ্যাক্টিভ সার্ভিস।[3]

কিউব
শিল্পকেবল টেলিভিশন
প্রতিষ্ঠাকাল ডিসেম্বর ১৯৭৭ (1977-12-01)
বিলুপ্তিকাল১৯৮৪ (1984)
সদরদপ্তরকলম্বাস, ওহাইও, যুক্তরাষ্ট্র
মাতৃ-প্রতিষ্ঠানওয়ার্নার কমিউনিকেশন্স

আরও দেখুন

  • ওয়ার্নার-অ্যামেক্স স্যাটেলাইট এন্টারটেইনমেন্ট

তথ্যসূত্র

  1. "Qube is two years old on December 1st"। কেবল টিভি প্রোগ্রাম, কিউব এড.। ২ ডিসেম্বর ১৯৭৯।
  2. অ্যালফোর্ড, বার্নার্ড. "Columbus Goes Bananaz: The QUBE Experiment in Ohio," The Great Lakes Review, ভল. ৫, নং ১, ১৯৭৮, পৃষ্ঠা ১৯–২৭. জেস্টোর 20172421
  3. ইন্টারঅ্যাক্টিভ টেলিভিশন, সম্প্রচার যোগাযোগ যাদুঘর

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.