কিউব (কেবল টিভি)
কিউব ছিলো একটি পরীক্ষামূলক ২-ওয়ে, মাল্টি প্রোগ্রাম করা ইন্টারঅ্যাক্টিভ কেবল সিস্টেম যেটি যুক্তরাষ্ট্রের ইন্টারঅ্যাক্টিভ টেলিভিশনের একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। এটি ১৯৭৭ সালের ১ ডিসেম্বরে ওহাইওর কলাম্বাস শহরে উদ্বোধন হয়।[1] একটি বিপ্লবী অগ্রগতি হিসেবে অত্যন্ত প্রচারিত,[2] পরীক্ষামূলক কিউব সিস্টেমটি দর্শকদেরকে প্রচুর ধারণার পরিচয় করিয়ে দেয়, যেগুলো টিভি প্রযুক্তির ভবিষ্যৎ উন্নতির অংশ হলো, যেমন পে-পার-ভিউ টিভি অনুষ্ঠান, গ্বত্র টেলিভিশন চ্যানেল, এবং ইন্টারঅ্যাক্টিভ সার্ভিস।[3]
শিল্প | কেবল টেলিভিশন |
---|---|
প্রতিষ্ঠাকাল | ১ ডিসেম্বর ১৯৭৭ |
বিলুপ্তিকাল | ১৯৮৪ |
সদরদপ্তর | কলম্বাস, ওহাইও, যুক্তরাষ্ট্র |
মাতৃ-প্রতিষ্ঠান | ওয়ার্নার কমিউনিকেশন্স |
আরও দেখুন
- ওয়ার্নার-অ্যামেক্স স্যাটেলাইট এন্টারটেইনমেন্ট
তথ্যসূত্র
- "Qube is two years old on December 1st"। কেবল টিভি প্রোগ্রাম, কিউব এড.। ২ ডিসেম্বর ১৯৭৯।
- অ্যালফোর্ড, বার্নার্ড. "Columbus Goes Bananaz: The QUBE Experiment in Ohio," The Great Lakes Review, ভল. ৫, নং ১, ১৯৭৮, পৃষ্ঠা ১৯–২৭. জেস্টোর 20172421
- ইন্টারঅ্যাক্টিভ টেলিভিশন, সম্প্রচার যোগাযোগ যাদুঘর
বহিঃসংযোগ
- কিউব ইন্টারঅ্যাক্টিভ টিভি পূর্ববর্তী পাতা
- টাইম ওয়ার্নার কেবল এবং কিউব, সি-স্প্যান, ১১ জুলার ২০১২.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.