কিং আঙ্কেল
কিং আঙ্কেল (ইংরেজি: King Uncle) এটি ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত একটি বলিউড চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেছেন রাকেশ রোশন। নাম ভূমিকায় অভিনয় করেছেন জ্যাকি শ্রফ সাথে আছেন শাহরুখ খান, অনু আগারওয়াল, পরেশ রাওয়াল, দেবেন বর্মা ও নাগমা। ছবিটি হিন্দি ও উর্দু দুটি ভাষাতে মুক্তি দেয়া হয়।
কিং আঙ্কেল | |
---|---|
প্রযোজক | রাকেশ রোশন |
শ্রেষ্ঠাংশে | জ্যাকি শ্রফ শাহরুখ খান অনু আগারওয়াল পরেশ রাওয়াল দেবেন বর্মা নাগমা |
সুরকার | রাজেশ রোশন |
পরিবেশক | ভেনাস রেকর্ডস এন্ড তাপস (অডিও) বাবা ইরোস ইন্টারন্যাশনাল (ভিডিও) |
মুক্তি | ৫ ফেব্রুয়ারি, ১৯৯৩ |
দৈর্ঘ্য | ১৭১ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি উর্দু |
শ্রেষ্ঠাংশে
- জ্যাকি মহাজন ... অশোক বানসাল
- শাহরুখ খান ... অনিল বানসাল
- অনু আগরওয়াল ... মিস ফেননি ভাগিনা
- পরেশ রাওয়াল ... প্রতাপ
- দেভেন বর্মা ... করিম
- নাগমা ... কবিতা
- পূজা রুপারেল ... মুন্না
- সুস্মিতা মুখার্জী ... শান্তি
- দিনেশ হিঙ্গু ... চুনিলাল
- দালীপ তাহিল ... প্রদীপ মল্লিক
সংগীত
তথ্যসূত্র
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে কিং আঙ্কেল (ইংরেজি)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.