ছিংহাই
টেমপ্লেট:Contains Mongolian text ছিংহাই[টীকা 1] (চীনা: 青海; pronounced [tɕʰíŋxàɪ]), যা অতীতে কোকোনুর নামেও পরিচিত ছিল, গণপ্রজাতন্ত্রী চীনের একটি প্রদেশ। এটি চীনের উত্তর-পশ্চিম অংশে অবস্থিত। আয়তন অনুযায়ী এটি চীনের সবচেয়ে বড় প্রদেশগুলির একটি। এটি চীনের ৪র্থ-বৃহত্তম প্রদেশ হলেও এখানে ৩য় সর্বনিম্ন সংখ্যক লোক বাস করে।
ছিংহাই প্রদেশ 青海省 | |
---|---|
প্রদেশ | |
নামের প্রতিলিপি | |
• চীনা | 青海省 (Qīnghǎi Shěng ছিংহাই শেং) |
• সংক্ষিপ্ত রূপ | 青 (ফিনিন: Qīng ছিং) |
চীনের মানচিত্রে ছিংহাই প্রদেশ-এর অবস্থান দেখানো হচ্ছে | |
নামকরণের কারণ | ছিংহাই হ্রদ-এর নামে নামকরণ করা হয়েছে ("নীল/শ্যামল হ্রদ"). |
Capital (and largest city) | শিনিং |
প্রশাসনিক বিভাজন | ৮ জেলা, ৪৩ উপজেলা, ৪২৯ শহর |
সরকার | |
• সচিব | ওয়াং কুওশেং (Wang Guosheng) |
• গভর্নর বা প্রশাসক | ওয়াং চিয়েনচুন (Wang Jianjun) |
আয়তন[1] | |
• মোট | ৭,২০,০০০ বর্গকিমি (২,৮০,০০০ বর্গমাইল) |
এলাকার ক্রম | ৪র্থ |
জনসংখ্যা (২০১০)[2] | |
• মোট | ৫৬,২৬,৭২২ |
• ক্রম | ৩০তম |
• জনঘনত্ব | ৭.৮/বর্গকিমি (২০/বর্গমাইল) |
• ঘনত্বের ক্রম | ৩০তম |
জনপরিসংখ্যান | |
• জাতিগত গঠন | হান - ৫৪% তিব্বতি - ২১% হুই - ১৬% তু - ৪% মঙ্গোল - ১.৮% সালার - ১.৮% |
• ভাষা ও আঞ্চলিকতা | ছোংইউয়েন ম্যান্ডারিন, আমদো তিব্বতি, মোংগুয়োর, ওইরাত মঙ্গোলীয়, সালার, এবং পশ্চিম ইউগুর |
আইএসও ৩১৬৬ কোড | CN-63 |
GDP (২০১৬) | CNY 0.26 billion USD 387 billion (৩০তম) |
• মাথাপিছু | CNY 43,718 USD 6,583 (১৭তম) |
এইচডিআই (২০১০) | 0.638[3] (medium) (২৭তম) |
ওয়েবসাইট | http://www.qh.gov.cn/ (সরলীকৃত চীনা) |
ছিংহাই | |||||||||||||||||||||||||||||||||||
চীনা নাম | |||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
চীনা | 青海 | ||||||||||||||||||||||||||||||||||
পোস্টাল | Tsinghai | ||||||||||||||||||||||||||||||||||
আক্ষরিক অর্থ | "নীল সাগর" | ||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||
তিব্বতি নাম | |||||||||||||||||||||||||||||||||||
তিব্বতি | མཚོ་སྔོན་ | ||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||
মঙ্গোলীয় নাম | |||||||||||||||||||||||||||||||||||
মঙ্গোলীয় লিপি | ᠬᠥᠬᠡ ᠨᠠᠭᠤᠷ | ||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||
মাঞ্চু নাম | |||||||||||||||||||||||||||||||||||
রোমানীকরণ | Huhu Noor | ||||||||||||||||||||||||||||||||||
Oirat নাম | |||||||||||||||||||||||||||||||||||
Oirat | Kokonur |
প্রদেশটির অধিকাংশই তিব্বত মালভূমিতে অবস্থিত। বহুকাল ধরে এখানে বহু জাতি যেমন হান, তিব্বতি, হুই, মোংগুয়োর, মঙ্গোল এবং সালার জাতির লোকদের মিশ্রণ ঘটেছে। ছিংহাই প্রদেশের উত্তর-পূর্বে আছে কানসু প্রদেশ, উত্তর-পশ্চিমে শিনচিয়াং প্রদেশ, দক্ষিণ-পূর্বে সিছুয়াং প্রদেশ এবং দক্ষিণ-পশ্চিমে স্বায়ত্বশাসিত তিব্বত অঞ্চল। ১৯২৮ সালে চীনা প্রজাতন্ত্র আমলে প্রদেশটি প্রতিষ্ঠিত হয়। সেসময় মুসলমান হুই জাতির যোদ্ধারা অঞ্চলটি শাসন করত, যে শাসকদের নাম ছিল "মা দল"। প্রদেশটির চীনা নামটি ছিংহাই হ্রদ-এর নাম থেকে এসেছে, যা চীনের বৃহত্তম হ্রদ। "ছিংহাই" অর্থ নীলসাগর। অতীতে প্রদেশটি ইংরেজি ভাষাতে "কোকোনুর" নামেও পরিচিত ছিল; এ নামটি ওইরাত ভাষায় ডাকা হ্রদের নামটি থেকে এসেছে।
টীকা
- এই ম্যান্ডারিন চীনা ব্যক্তিনাম বা স্থাননামটির বাংলা প্রতিবর্ণীকরণে উইকিপিডিয়া:বাংলা ভাষায় ম্যান্ডারিন চীনা শব্দের প্রতিবর্ণীকরণ শীর্ষক রচনাশৈলী নিদের্শিকাতে ব্যাখ্যাকৃত নীতিমালা অনুসরণ করা হয়েছে।
তথ্যসূত্র
- "Qinghai Province"। Ministry of Commerce of Qinghai Province। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১৩।
- "Communiqué of the National Bureau of Statistics of People's Republic of China on Major Figures of the 2010 Population Census [1] (No. 2)"। National Bureau of Statistics of China। ২৯ এপ্রিল ২০১১। জুলাই ২৭, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১৩।
- 《2013中国人类发展报告》 (পিডিএফ) (চীনা ভাষায়)। United Nations Development Programme China। ২০১৩। ২০১৪-০৬-১১ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৫-১৪।