কালোচিতা

কালোচিতা একটি বাংলা রহস্য রোমাঞ্চ চলচ্চিত্র। এই ছবিটির পরিচালক শতরূপা সান্যাল ও প্রযোজক পালচৌধুরী মুভিজ। ১০ ডিসেম্বর ২০০৪ সালে প্রকাশিত কালোচিতা চলচ্চিত্রটি সাহিত্যিক সমরেশ মজুমদারেকালোচিতার ফটোগ্রাফ উপন্যাস অবলম্বনে নির্মিত।[1]

কাহিনী

সাহসী ও বুদ্ধিমান যুবক প্রদীপ গুরুং একটি অনাথ আশ্রমের সাথে যুক্ত। সে সর্বতোভাবে সাহায্য করে অনাথ শিশুদের। এইকাজে হঠাত তার দরকার হয় চার লাখ টাকা। বিখ্যাত শিল্পপতি ও ক্ষমতাবান রামসুন্দর ছেত্রী তাকে বলে পাহাড়ে কালোচিতার দুর্লভ ছবি তুলে আনতে পারলে সে ওই টাকা প্রদীপকে দেবে। ইতিমধ্যে প্রদীপের সাথে আলাপ ও বন্ধুত্ব হয় সুজাতার। সুজাতা তার দিদির স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে বাড়ী ছেড়ে বেরিয়ে এসেছে। তারা দুজনে কালোচিতার ছবি আনতে দুর্গম অভিযানে বের হয় কিন্তু ছেত্রী শুধু চিতার ছবি তোলার জন্য পাঠায়নি। তারা মুখোমুখি হল ভয়ানক অপরাধচক্রের সাথে। যারা অপহরণ, চোরাকারবার ও খুনখারাপির সাথে যুক্ত।[2]

অভিনয়

তথ্যসূত্র

  1. "QUICKTAKES"www.telegraphindia.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৪-০৭
  2. Cinema, Zee Bangla। "Kalo Cheetah"Zee Bangla Cinema (ইংরেজি ভাষায়)। ২০২০-০২-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৪-০৭
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.