কালুরঘাট বেতার কেন্দ্র
কালুরঘাট বেতার কেন্দ্র বাংলাদেশের স্বাধীনতার সাথে নিবিড়ভাবে জড়িত। ২৬ মার্চ ১৯৭১, সন্ধ্যে ৭.৪০মিনিট, আওয়ামী লীগের এম এ হান্নান [1][2] এবং ১৯৭১ সালের ২৭ মার্চ তৎকালীন সেনাবাহিনীর মেজর ও পরবর্তিতে বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।[3][4]
এছাড়া অন্য মতে এ দুটির আগেও প্রথম ঘোষণা দেওয়া হয় ২৬শে মার্চ ১৯৭১, দুপুর ২.১০ মিনিট এবং এই ঘোষণাটি দেন আওয়ামী লীগের এম এ হান্নান। [5][6]
অবস্থান
এটি চট্টগ্রাম জেলার পুরাতন চান্দগাঁওএ বহদ্দারহাট সংলগ্ন বাস টার্মিনালের পাশে অবস্থিত। এর পশ্চিমে চট্টগ্রামের স্বাধীনতা কমপ্লেক্স অবস্থিত।
তথ্যসূত্র
- দৈনিক ইত্তেফাক
- দৈনিক সমকাল
- http://ittefaq.com.bd/content/2007/03/28/news0234.htm
- ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৮ মার্চ ২০১৪ তারিখে দৈনিক প্রথম আলো
- [এই লেখাটা প্রকাশিত হয়েছিল চট্টগ্রামের প্রখ্যাত ভাষা সৈনিক কবি মাহবুবুল আলম চৌধুরী (যিনি লিখেছিলেন একুশের প্রথম কবিতা, 'কাঁদতে আসিনি ফাঁসির দাবী নিয়ে এসেছি') সম্পাদিত দৈনিক স্বাধীনতা পত্রিকার ৯ মার্চ১৯৭২ সংখ্যায়। লেখকঃ এম এ হালিম, আগ্রাবাদ সিজিএস কলোনীর বাসিন্দা, তৎকালীন কাস্টমস প্রিভেন্টিভ অফিসার']
- রবিবার, ২৩ মে ২০১০, ৯ জ্যৈষ্ঠ ১৪১৭, দৈনিক জনকণ্ঠ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.