কালিয়াকৈর পৌরসভা
কালিয়াকৈর পৌরসভা বাংলাদেশের ঢাকা বিভাগের গাজীপুর জেলার অন্তর্গত একটি পৌরসভা।[1][2]
কালিয়াকৈর পৌরসভা | |
---|---|
স্থানীয় সরকার | |
ইতিহাস | |
শুরু | ২০০১ |
নেতৃত্ব | |
মেয়র | মোঃ মজিবুর রহমান, সতন্ত্র |
নির্বাচন | |
এফপিটিপি | |
সভাস্থল | |
কালিয়াকৈর পৌরসভা কার্যালয় |
অবস্থান ও সীমানা
কালিয়াকৈর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত কালিয়াকৈর পৌরসভা। সাবেক শ্রীফলতলী, আটাবহ ও মৌচাক ইউনিয়নের আংশিক এলাকা এই তিনটি ইউনিয়নের ১৭টি মৌজার ২৭.২৮ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত কালিয়াকৈর পৌরসভার ওয়ার্ড ৯টি। শিল্প অধ্যুষিত এ পৌরসভায় ছোটবড় ও মাঝারি শিল্পকারখানা রয়েছে প্রায় ৩০০ এবং স্থায়ী-অস্থায়ী মিলে মোট জনসংখ্যা রয়েছে প্রায় ৭ লাখ এবং ভোটার রয়েছে লক্ষাধিক।
ইতিহাস
কালিয়াকৈর পৌরসভা ২০০১ সালে গঠন করা হয়। ২০০১ সালে পৌরসভার যাত্রা শুরু হয়। ২০০১ সালে আওয়ামীলীগ সরকারের তৎকালীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. জিল্লুর রহমান ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপমন্ত্রী আলহাজ্ব আ্যড. রহমত আলী এমপি সফিপুরে এর মূল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
কালিয়াকৈর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত কালিয়াকৈর পৌরসভা। সাবেক শ্রীফলতলী, আটাবহ ও মৌচাক ইউনিয়নের আংশিক এলাকা নিয়ে পৌরসভার প্রশাসক হিসেবে ১১-০৫-২০০৩ সাল থেকে দায়িত্ব পালন করেন তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকতা মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং ০২-০৭-২০০৩ সাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামান শরীফ। পরবর্তী সময়ে বিএনপি জোট ক্ষমতায় আসলে বিএনপি নেতা মো. মজিবুর রহমান ০২-০৮-২০০৪ সাল থেকে ১৭-১১-২০১১ সাল পর্যন্ত পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। ২৬-১০-২০১১ সালে পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রথম মেয়র নির্বাচিত হয়ে ২০১১ সালের ১৭ নভেম্বর শপথ গ্রহণের পর থেকে কালিয়াকৈর পৌরসভার মেয়র হিসেবে এখন পর্যন্ত দায়িত্ব পালন করে আসছেন মো. মজিবুর রহমান। সীমানা সংক্রান্ত জটিলতায় আদালতে মামলা থাকায় আর নির্বাচন অনুষ্ঠিত হয়নি দীর্ঘদিন। ২০২২ সালে দ্বিতীয় বার নির্বাচন অনুষ্ঠিত হয় এবং পুনরায় মজিবুর রহমান মেয়র নির্বাচিত হন।
তিনটি ইউনিয়নের ১৭টি মৌজার ২৭.২৮ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত কালিয়াকৈর পৌরসভার ওয়ার্ড ৯টি। শিল্প অধ্যুষিত এ পৌরসভায় ছোটবড় ও মাঝারি শিল্পকারখানা রয়েছে প্রায় ৩০০ এবং স্থায়ী-অস্থায়ী মিলে মোট জনসংখ্যা রয়েছে প্রায় ৭ লাখ এবং ভোটার রয়েছে লক্ষাধিক।
কালিয়াকৈর পৌর এলাকায় রয়েছে বঙ্গবন্ধু হাইটেক সিটি, বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশন, বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি, জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ, আনসার একাডেমি, তালেবাবাদ ভূ-উপগ্রহ কেন্দ্র, খ্রিস্টান মিশনারি এবং শ্রীফলতলী জমিদারবাড়িসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। পৌরসভাটি ৩১-০৫-২০১২ সালে ‘ক’ শ্রেণিতে উন্নীত হয়।
কালিয়াকৈর উপজেলার মাকিসবাথান এলাকায় অবস্থিত বর্তমান কালিয়াকৈর পৌরসভা কার্যালয়। বর্তমান আওয়ামীলীগ সরকার পৌরসভাকে উন্নয়ন করার লক্ষে কাজ করে যাচ্ছে। গাজীপুর-১ আসনের এমপি মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আলহাজ্ব আ্যড. আ.ক.ম মোজাম্মেল হক এমপি পৌরসভার উন্নয়নে ভূমিকা রেখে সহযোগিতা করছেন। জনগণও আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পৌরসভার উন্নয়নে কাজ করে যাচ্ছে।
আয়তন ও জনসংখ্যা
আয়তন- ২৮.২৭ বর্গ কি.মি.। জনসংখ্যা ৭ লক্ষাধিক জন।
শিক্ষা
শিক্ষার হার : ৫৪%।
শিক্ষা প্রতিষ্ঠানঃ
সরকারী ডিগ্রী কলেজ | ১টি |
বেসরকারী ডিগ্রী কলেজ | ১টি |
বেসরকারী মহিলা কলেজ | ১টি |
সরকারী উচ্চবিদ্যালয় | ২টি |
বেসরকারী উচ্চবিদ্যালয় | ১টি |
সরকারী প্রাথমিক বিদ্যালয় | ৫টি |
মাদ্রাসা | ১৮টি |
কে.জিস্কুল | ৬টি |
হাইটেক পার্ক
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
বীর মুক্তিযোদ্ধা আঃ ওহাব মিয়া, বীর মুক্তিযোদ্ধা মরহুম এস এম মজিবুর রহমান, কামাল উদ্দিন শিকদার, রেজাউল করিম রাসেল, আ্যড. হারুন অর রশিদ,
জনপ্রতিনিধি
বর্তমান মেয়র-
ক্রমিক | নাম | মেয়াদ |
---|---|---|
০১ | মোঃ মজিবুর রহমান | |
০২ | ||
০৩ | ||
০৪ | ||
০৫ | ||
০৬ | ||
০৭ |
আরও দেখুন
তথ্যসূত্র
- "কালিয়াকৈর পৌরসভা"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৫ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২০।
- "কালিয়াকৈর পৌরসভা"। বিডি মেয়র। ২৬ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২০।