কালিচন্দ্র রায় চৌধুরী

কালীচন্দ্র রায়চৌধুরী ( ১৮২২ - ১৯৫৯) ঊনবিংশ শতকের গোড়ার দিকের সাহিত্যিক ও প্রকাশক। অধুনা বাংলাদেশের রংপুরের কুন্ডীর জমিদার বংশে জন্ম। বাংলা সাহিতত্যের প্রতি তার বিশেষ অনুরাগ ছিল। রামনারায়ণ তর্করত্ন রচিত বাংলার আদি নাটক কুলীন কূলসর্বস্ব' কে পুরস্কৃত করে তিনি বাঙলা সাহিত্যে স্মরণীয় হয়ে আছেন। বাংলা সাহিত্যের বিকাশে ও প্রচারে সেসময় মুখ্য ভূমিকা পালন করেছেন। তারই উদ্যোগে মফস্সলে প্রথম মুদ্রাযন্ত্র প্রতিষ্ঠা হয় এবং রংপুর হতে 'রংপুর বার্তাবহ' প্রথম প্রকাশিত হয়। তার মৃত্যুর পর সেটি 'রংপুর দিকপ্রকাশ' নামে প্রকাশিত হতে থাকে।  তিনি নিজেও সাহিত্য রচনা করেছেন। 'স্বভাব দর্পণ' ও 'প্রেমরসাস্টক ' গ্রন্থের রচয়িতা তিনি।[1]

কালিচন্দ্র রায় চৌধুরী
জন্ম১৮২২
মৃত্যু
১৯৫৯
নাগরিকত্ব ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত)
পেশালেখক
উল্লেখযোগ্য কর্ম
রংপুর বার্তাবহ (পত্রিকা)

তথ্যসূত্র

  1. সংসদ বাংলা চরিতাভিধান। কলকাতা: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ১২৭। আইএসবিএন 978-81-7955-135-6।

বহিঃসংযোগ

1. "রঙ্গপুরের বরেণ্য ব্যক্তিত্ব" 2007 সালে রংপুর গবেষণা পরিষদ কর্তৃক বৃহত্তর রংপুর জেলার 125 জন বরেণ্য ব্যক্তির তালিকা। জন্ম তারিখ ও মৃত্যু তারিখ সংগ্রহ করা হয়েছে।

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.