কালারমারছড়া ইউনিয়ন
কালারমারছড়া বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত মহেশখালী উপজেলার একটি ইউনিয়ন।
কালারমারছড়া | |
---|---|
ইউনিয়ন | |
৩নং কালারমারছড়া ইউনিয়ন পরিষদ | |
কালারমারছড়া কালারমারছড়া | |
স্থানাঙ্ক: ২১°৪০′২১″ উত্তর ৯১°৫৫′৪৭″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কক্সবাজার জেলা |
উপজেলা | মহেশখালী উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | তারেক বিন ওসমান শরীফ |
আয়তন | |
• মোট | ২৮.৮৬ বর্গকিমি (১১.১৪ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ৬২,৪৮৩ |
• জনঘনত্ব | ২,২০০/বর্গকিমি (৫,৬০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ২০.৩০% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৭১০ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
আয়তন
কালারমারছড়া ইউনিয়নের আয়তন ৭১৩২ একর (২৮.৮৬ বর্গ কিলোমিটার)।[1]
জনসংখ্যা
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী কালারমারছড়া ইউনিয়নের লোকসংখ্যা ৬২,৪৮৩ জন। এর মধ্যে পুরুষ ৩২,০৮৩ জন এবং মহিলা ৩০,৪০০ জন।[2]
অবস্থান ও সীমানা
মহেশখালী উপজেলার উত্তরাংশে কালারমারছড়া ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১৭ কিলোমিটার।[2] এ ইউনিয়নের পশ্চিমে কোহেলিয়া নদী, মাতারবাড়ী ইউনিয়ন ও ধলঘাটা ইউনিয়ন; দক্ষিণে শাপলাপুর ইউনিয়ন; পূর্বে শাপলাপুর ইউনিয়ন ও চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়ন এবং উত্তরে পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
কালারমারছড়া ইউনিয়ন মহেশখালী উপজেলার আওতাধীন ৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম মহেশখালী থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৫নং নির্বাচনী এলাকা কক্সবাজার-২ এর অংশ। এটি ৫টি মৌজায় বিভক্ত।[2]
ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:
ওয়ার্ড নং | গ্রামের নাম |
---|---|
১নং ওয়ার্ড | উত্তর নলবিলা, বড়ুয়াপাড়া, চালিয়াতলী |
২নং ওয়ার্ড | আকবর হাজীপাড়া, মাঝেরপাড়া, বড়ুয়াপাড়া |
৩নং ওয়ার্ড | ইউনুছখালী, মাইজপাড়া |
৪নং ওয়ার্ড | উত্তর ঝাপুয়া, মারাক্ষাঘোনা |
৫নং ওয়ার্ড | দক্ষিণ ঝাপুয়া, চিকনিপাড়া |
৬নং ওয়ার্ড | সোনারপাড়া, নয়াপাড়া |
৭নং ওয়ার্ড | মোহাম্মদ শাহ ঘোনা, ছামিরাঘোনা, ফকিরজুমপাড়া, অফিসপাড়া |
৮নং ওয়ার্ড | ফকিরাঘোনা, নোনাছড়ি |
৯নং ওয়ার্ড | আঁধারঘোনা, ছড়ারলামা, মিজ্জিরপাড়া |
শিক্ষা ব্যবস্থা
কালারমারছড়া ইউনিয়নের সাক্ষরতার হার ২০.৩০%।[1] এ ইউনিয়নে ১টি আলিম মাদ্রাসা, ২টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি দাখিল মাদ্রাসা, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ১০টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[2]
শিক্ষা প্রতিষ্ঠান
- মাদ্রাসা
- কালারমারছড়া মঈনুল ইসলাম আলিম মাদ্রাসা
- উত্তর নলবিলা মোহাম্মদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা
- কালারমারছড়া আদর্শ দাখিল মাদ্রাসা
- শাহ মজিদিয়া বালিকা দাখিল মাদ্রসা
- দ্রাসা
- চালিয়াতলী দারুল ইসলাম দাখিল মাদ্রাসা
- মাধ্যমিক বিদ্যালয়
- ইউনুছখালী নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয়
- কালারমারছড়া উচ্চ বিদ্যালয়
- উত্তর নলবিলা উচ্চ বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- আঁধারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ইউনুছখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর নলবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কালারমারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চালিয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চিকনীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নোনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মিজ্জিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সরদারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
কালারমারছড়া ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল মহেশখালী-চকরিয়া সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম ট্যাক্সি।
অর্থনীতি
কালারমারছড়া ইউনিয়নের অধিকাংশ লোক চিংড়ী, লবণ ও পান চাষ করে জীবন নির্বাহ করে।
ধর্মীয় উপাসনালয়
কালারমারছড়া ইউনিয়নে ৫২টি মসজিদ, ৪টি মন্দির ও ৩টি বিহার রয়েছে।[2]
খাল ও নদী
কালারমারছড়া ইউনিয়নের পশ্চিম দিকে কোহেলিয়া নদী প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এছাড়া ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে ঝাপুয়া খাল, হাড়খিলা খাল, নোনাছড়ি খাল এবং দারাদিয়া খাল।[7]
হাট-বাজার
কালারমারছড়া ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল চালিয়াতলী বাজার, উত্তর নলবিলা (বড়ুয়া) বাজার, ইউনুছখালী বাজার, মারাক্ষাঘোনা বাজার এবং উত্তর ঝাপুয়া বাজার।[8]
উল্লেখযোগ্য স্থান
- মধুপুর দরবার শরীফ[9]
জনপ্রতিনিধি
- বর্তমান চেয়ারম্যান: তারেক বিন ওসমান শরীফ[10]
আরও দেখুন
তথ্যসূত্র
- "মহেশখালী উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- "এক নজরে ০৩ নং কালামার ছড়া ইউনিয়ন পরিষদ - কালারমারছড়া ইউনিয়ন - কালারমারছড়া ইউনিয়ন"। kalarmarchharaup.coxsbazar.gov.bd। ১২ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০১৭।
- "গ্রামভিত্তিক লোকসংখ্যা - কালারমারছড়া ইউনিয়ন - কালারমারছড়া ইউনিয়ন"। kalarmarchharaup.coxsbazar.gov.bd। ১২ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০১৭।
- "মাদ্রাসা - কালারমারছড়া ইউনিয়ন - কালারমারছড়া ইউনিয়ন"। kalarmarchharaup.coxsbazar.gov.bd।
- "মাধ্যমিকবিদ্যালয় - কালারমারছড়া ইউনিয়ন - কালারমারছড়া ইউনিয়ন"। kalarmarchharaup.coxsbazar.gov.bd।
- http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=412&thana=41202&union=03%5B%5D
- "নদী খাল - কালারমারছড়া ইউনিয়ন - কালারমারছড়া ইউনিয়ন"। kalarmarchharaup.coxsbazar.gov.bd। ৩ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০১৭।
- "হাট বাজারের তালিকা - কালারমারছড়া ইউনিয়ন - কালারমারছড়া ইউনিয়ন"। kalarmarchharaup.coxsbazar.gov.bd।
- "দর্শনীয়স্থান - কালারমারছড়া ইউনিয়ন - কালারমারছড়া ইউনিয়ন"। kalarmarchharaup.coxsbazar.gov.bd। ৩ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০১৭।
- "তারেক বিন ওসমান শরীফ - কালারমারছড়া ইউনিয়ন - কালারমারছড়া ইউনিয়ন"। kalarmarchharaup.coxsbazar.gov.bd। ৩১ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০১৭।