কালকুরিচি লোকসভা কেন্দ্র

কালকুরিচি লোকসভা কেন্দ্রটি তামিলনাড়ু রাজ্যের ৩৯ টি লোকসভা কেন্দ্রের একটি এবং ১৯৫১ সালের লোকসভা কেন্দ্রটি প্রতিষ্ঠিত হলেও প্রশাসনিক বিভিন্ন কারণে ১৯৬৭, ১৯৭৮ ও ২০০৯ সালে বেশ কিছু পরিবর্তন করা হয়৷ এটি অসংরক্ষিত আসন এবং মোট ৬ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। লোকসভা কেন্দ্রের অন্তর্গত এলাকার সরকারি ভাষা হল তামিল।

কালকুরিচি লোকসভা কেন্দ্র
তামিলনাড়ুএর লোকসভা কেন্দ্রসমূহ - ১৪ নং-এ কালকুরিচি
অস্তিত্ব১৯৬৭-১৯৭১ ও ২০০৯-বর্তমান
সংরক্ষণনেই
বর্তমান সাংসদগৌতম শিগমণি
রাজনৈতিক দলদ্রাবিড় মুনেত্র কড়গম
নির্বাচনের বছর২০১৯
রাজ্যতামিলনাড়ু
মোট ভোটদাতা১,১০৬,৩৫২[1]
বিধানসভা কেন্দ্র৬টি

এই লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত সদস্য ভারতীয় সংসদের লোকসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিশেষ কারণে ৫ বছরের পূর্বেই নির্বাচন হয়, যা উপনির্বাচন নামে পরিচিত।

এই লোকসভা কেন্দ্রটি তামিলনাড়ুর ভিল্লুপুরম জেলার দক্ষিণ পশ্চিমাংশ ও সালেম জেলার পূর্ব দিকের অংশ নিয়ে গঠিত৷

ইতিহাস

কালকুরিচি লোকসভা কেন্দ্রে ১৯৬৭ খ্রিস্টাব্দে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ২০১৯ সালে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বিধানসভা কেন্দ্র গুলি

লোকসভা কেন্দ্রটি তামিলনাড়ু রাজ্যের ২৩৪ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৬ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত।[2] বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য তামিলনাড়ু বিধানসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ৬ টি বিধানসভা কেন্দ্রে সর্বশেষ ২০১৪ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই লোকসভা কেন্দ্রের মধ্যে ৩টি বিধানসভা কেন্দ্র (কালকুরিচি, গঙ্গবল্লী, আত্তুর) তফসিলী জাতিদের জন্য ও ১টি বিধানসভা কেন্দ্র (এরকৌড়) তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত।

ঋষিবন্দ্যম বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি তামিলনাড়ু রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৭৮ নং বিধানসভা কেন্দ্র৷ এটি ভিল্লুপুরম জেলায় অবস্থিত৷ এটি অসংরক্ষিত আসন৷

শঙ্করপুরম বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি তামলনাড়ু রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৭৯ নং বিধানসভা কেন্দ্র৷ এটি ভিল্লুপুরম জেলায় অবস্থিত৷ এটি অসংরক্ষিত আসন৷

কালকুরিচি বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি তামিলনাড়ু রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৮০ নং বিধানসভা কেন্দ্র৷ এটি ভিল্লুপুরম জেলায় অবস্থিত৷ এই কেন্দ্রটি তফসিলী জাতিদের জন্য সংরক্ষিত৷

গঙ্গবল্লী বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি তামিলনাড়ু রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৮১ নং বিধানসভা কেন্দ্র। এটি সালেম জেলায় অবস্থিত৷ এই কেন্দ্রটি তফসিলী জাতিদের জন্য সংরক্ষিত৷

আত্তুর বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি তামিলনাড়ু রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৮২ নং বিধানসভা কেন্দ্র। এটি সালেম জেলায় অবস্থিত৷ এই কেন্দ্রটি তফসিলী জাতিদের জন্য সংরক্ষিত৷

এরকৌড় বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি তামিলনাড়ু রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৮৩ নং বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রটি তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত। এটি সালেম জেলায় অবস্থিত৷

বর্তমান ও প্রাক্তন বিজয়ী সাংসদদের তালিকা

নিচের সারণীটি শুরু থেকে শেষ নির্বাচন পর্যন্ত এই সংসদীয় আসনের সকল বিজয়ী ও প্রাক্তন সংসদ সদস্যের নাম উপস্থাপন করে। এই আসনে সব থেকে বেশি সংখ্যকবার বিজয়ী হয়েছে দ্রাবিড় মুনেত্র কড়গম। আসনটির বর্তমান সংসদ সদস্য হলেন দ্রাবিড় মুন্নেত্র কড়গম-এর শ্রী গৌতম শিগমণি।[3]

সংসদ সদস্য

লোকসভাস্থিতিকালকেন্দ্রএমপির নামপার্টি
চতুর্থ লোকসভা ১৯৬৭-৭১কালকুরিচিএম. দৈবীকানদ্রাবিড় মুনেত্র কড়গম[4]
পঞ্চম লোকসভা১৯৭১-৭৭এম. দৈবীকানদ্রাবিড় মুনেত্র কড়গম[5]
পঞ্চদশ লোকসভা২০০৯-২০১৪আদি শঙ্করদ্রাবিড় মুনেত্র কড়গম[6]
ষোড়শ লোকসভা২০১৪-২০১৯কে. কামরাজসর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্র কড়গম[7]
সপ্তদশ লোকসভা ২০১৯-বর্তমান গৌতম শিগমণিদ্রাবিড় মুনেত্র কড়গম

তথ্যসূত্র

  1. "GE 2009 Statistical Report: Constituency Wise Detailed Result" (পিডিএফ)। আগস্ট ২, ২০১৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১৮, ২০১৯
  2. http://www.elections.in/tamil-nadu/parliamentary-constituencies/kallakurichi.html?utm_source=from_pctrack
  3. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২০ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৯
  4. "General Elections, India, 1967 - Constituency Wise Detailed Results" (পিডিএফ)Tamilnadu। Election Commission। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৯
  5. "General Elections, India, 1971 - Constituency Wise Detailed Results" (পিডিএফ)Tamilnadu। Election Commission। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৯
  6. "General Elections, 2009 - Constituency Wise Detailed Results" (পিডিএফ)Tamilnadu। Election Commission of India। ১১ আগস্ট ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৯
  7. "General Elections 2014 - Constituency Wise Detailed Results" (পিডিএফ)Tamilnadu। Election Commission of India। ২৩ নভেম্বর ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৯
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.