কার্শিয়াং বিধানসভা কেন্দ্র

কার্শিয়াং (বিধানসভা কেন্দ্র) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলার একটি বিধানসভা কেন্দ্র

কার্শিয়াং
বিধানসভা কেন্দ্র
কার্শিয়াং পশ্চিমবঙ্গ-এ অবস্থিত
কার্শিয়াং
কার্শিয়াং
কার্শিয়াং ভারত-এ অবস্থিত
কার্শিয়াং
কার্শিয়াং
পশ্চিমবঙ্গ
স্থানাঙ্ক: ২৬°৫৩′ উত্তর ৮৮°১৭′ পূর্ব
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাদার্জিলিং
কেন্দ্র নং.২৪
আসনখোলা
লোকসভা কেন্দ্র৪.দার্জিলিং

এলাকা

ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে ২৪ নং কার্শিয়াং বিধানসভা কেন্দ্রটি কার্শিয়াং পৌরসভা, কার্শিয়াং সিডি ব্লক, মিরিক পৌরসভা, মিরিক সিডি ব্লক, রংলি রংলিয়ট সিডি ব্লক, গোরাবাড়ি মার্গারেট'স হোপ, নিম্ন সোনাদা-১, নিম্ন সোনাদা-২, মুন্ডা কোঠি এবং উচ্চ সোনাদা গ্রাম পঞ্চায়েত গুলি জোড়বাংলো-সুকিয়াপোখরি সমষ্টি উন্নয়ন ব্লক এবং (ক) সিটং ফরেস্ট (গ্রাম), (খ) সিভোক হিল ফরেস্ট (গ্রাম), এবং (গ) সিভোক ফরেস্ট (গ্রাম) চাম্পাসারি গ্রাম পঞ্চায়েত মাটিগাড়া সমষ্টি উন্নয়ন ব্লক এর অন্তর্গত।[1]

কার্শিয়াং বিধানসভা কেন্দ্রটি ৪ নং দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত।[1]

বিধানসভার বিধায়ক

নির্বাচনের
বছর
কেন্দ্রবিধায়করাজনৈতিক দল
১৯৫১কার্শিয়াং-শিলিগুড়িতেঞ্জিং ওংডিভারতীয় জাতীয় কংগ্রেস[2]
১৯৫১জর্জ মার্ভেটনির্দল[2]
১৯৫১জোড়াবাংলোশিভা কুমার রাইনির্দল/অখিল ভারতীয় গোর্খা লিগ[2]
১৯৫৭ভাদ্রা বাহাদুর হামালভারতের কমিউনিস্ট পার্টি[3]
১৯৬২ভাদ্রা বাহাদুর হামালভারতের কমিউনিস্ট পার্টি[4]
১৯৬৭নন্দলাল গুরুংনির্দল/অখিল ভারতীয় গোর্খা লিগ[5]
১৯৬৯নন্দলাল গুরুংঅখিল ভারতীয় গোর্খা লিগ[6]
১৯৭১আনন্দ প্রসাদ পাঠকভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[7]
১৯৭২নন্দলাল গুরুংঅখিল ভারতীয় গোর্খা লিগ[8]
১৯৭৭কার্শিয়াংদয়া নারবুলাভারতীয় জাতীয় কংগ্রেস[9]
১৯৮২হরকা বাহাদুর রাইভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[10]
১৯৮৭হরকা বাহাদুর রাইভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[11]
১৯৯১নর বাহাদুর ছেত্রীনির্দল/গোর্খা ন্যাশানাল লিবারেশন ফ্রন্ট[12]
১৯৯৬শান্ত ছেত্রীগোর্খা ন্যাশানাল লিবারেশন ফ্রন্ট[13]
২০০১শান্ত ছেত্রীগোর্খা ন্যাশানাল লিবারেশন ফ্রন্ট[14]
২০০৬শান্ত ছেত্রীগোর্খা ন্যাশানাল লিবারেশন ফ্রন্ট[15]
২০১১রোহিত শর্মাগোর্খা জনমুক্তি মোর্চা[16]

২০১৬ নির্বাচন

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০১৬, জিজেএম এর রোহিত শর্মা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের শান্ত ছেত্রীকে পরাজিত করেন।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০১৬: কার্শিয়াং কেন্দ্র
দল প্রার্থী ভোট % ±%
GJM রোহিত শর্মা ৮৬,৯৪৭ ৫৩.০২ জয়ী
তৃণমূল কংগ্রেস শান্ত ছেত্রী ৫৩,২২১ ৩২.৪৫
কমিউনিস্ট পার্টি অফ রেভোলিউশনারি মার্ক্সিস্টস অরুণ কুমার ঘাটানি ১২,২১৯ ৭.৪৫
জিআরসি ধ্রুব দেওয়ান ৪,১৬০ ২.৫৩
নোটা উপরের কেউ না ৭,৪২৬ ৪.৫৩
ভোটার উপস্থিতি ১,৬৩,৯৭৩

নির্বাচনী ফলাফল

২০১১

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০১১, জিজেএম এর রোহিত শর্মা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জিএনএলএফের পেমু ছেত্রীকে পরাজিত করেন।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০১১: কার্শিয়াং কেন্দ্র[16]
দল প্রার্থী ভোট % ±%
GJM রোহিত শর্মা ১,১৪,২৯৭ ৭৪.০০ জয়ী
গোর্খা ন্যাশানাল লিবারেশন ফ্রন্ট পেমু ছেত্রী ২১,২০১ ১৩.৭২
নির্দল ভূপেন্দ্র লেপচা ৫,৯৬৩ ৩.৮৬
অখিল ভারতীয় গোর্খা লিগ শিবা কুমার প্রধান ২.৮৯
কংগ্রেস ছবি চন্দ্র রাই ৪,২৭২ ২.৭৬
সিপিআই(এম) দীপা ছেত্রী ৪,২৫৩ ২.৭৫
ভোটার উপস্থিতি ১,৫৪,৪৪৯

১৯৭৭-২০০৬

২০০৬[15] , ২০০১[14] এবং ১৯৯৬ সালে[13] রাজ্যের বিধানসভা নির্বাচনে, জিএনএলএফের শান্ত ছেত্রী কার্শিয়াং আসন থেকে জয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নির্দল/ সিপিআরএম এর বুদ্ধিমান রাইকে পরাজিত করেন শেষ বছর এবং সিপিআই (এম) এর তুলসী ভট্টরাইকে পরাজিত করেন গত দুই বছর। অধিকাংশ বছরে প্রতিযোগিতাগুলিতে বিভিন্ন ধরনের কোণঠাসা করে ছিল কিন্তু শুধুমাত্র বিজয়ী ও রানার্সকে উল্লেখ করা হচ্ছে। ১৯৯১ সালে নির্দল এর নর বাহাদুর ছেত্রী, সিপিআই (এম) এর দয়া লামাকে পরাজিত করেন।[12] ১৯৮৭ সালে সিপিআই (এম) এর হারকা বাহাদুর রাই, কংগ্রেসের এ.এন. প্রধানকে পরাজিত করেন[11] এবং ১৯৮২ সালে কংগ্রেসের দয়া নরবুলাকে পরাজিত করেন।[10] ১৯৭৭ সালে কংগ্রেসের দয়া নরবুলা, সিপিআই (এম) -এর আনন্দ পাঠককে পরাজিত করেন।[9][17]

১৯৫১-১৯৭২

১৯৭৭ সালের আগে, কার্শিয়াং (বিধানসভা কেন্দ্র) বিদ্যমান ছিল না তবে, জোড় বাংলো (বিধানসভা কেন্দ্র) যেটি পরে অস্তিত্বহীন হয়ে যায়। ১৯৭২ সালে, আইজিএলের নন্দলাল গুরুং জোড় বাংলো আসনে জয়ী হন।[8] ১৯৭১ সালে, সিপিআই (এম) -এর আনন্দ প্রসাদ পাঠক জয়ী হন।[7] ১৯৬৯ সালে[6] নন্দলাল গুরুং আইজিএল প্রার্থী হিসেবে এবং ১৯৬৭ সালে[5] নির্দল প্রার্থী হিসেবে জয়ী হন। ১৯৬২ সালে[4] এবং ১৯৫৭ সালে[3] সিপিআই এর ভাদরা বাহাদুর হামাল জয়ী হন। ১৯৫১ সালে স্বাধীন ভারতের প্রথম নির্বাচন, জোড় বাংলো কেন্দ্রটি একটি কার্শিয়াং-শিলিগুড়ি যৌথ আসন ছিল। কংগ্রেসের তেনজিং ওয়াংডি ও নির্দলের জর্জ মাহবার্টের কুর্সিয়াং-শিলিগুড়ি কেন্দ্র থেকে যৌথভাবে জয়ী হন এবং শিব কুমার রাই নির্দল জোড় বাংলো আসন থেকে জয়ী হন।[2]

তথ্যসূত্র

  1. "Delimitation Commission Order No. 18" (পিডিএফ)পশ্চিমবঙ্গ (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ১৮ সেপ্টেম্বর ২০১০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৪
  2. "General Elections, India, 1951, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৪
  3. "General Elections, India, 1957, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৪
  4. "General Elections, India, 1962, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৪
  5. "General Elections, India, 1967, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৪
  6. "General Elections, India, 1969, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৬ আগস্ট ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৪
  7. "General Elections, India, 1971, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৪
  8. "General Elections, India, 1972, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৪
  9. "General Elections, India, 1977, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৪
  10. "General Elections, India, 1982, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৪ আগস্ট ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৪
  11. "General Elections, India, 1987, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৪
  12. "General Elections, India, 1991, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৪ এপ্রিল ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৪
  13. "General Elections, India, 1996, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৭ আগস্ট ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৪
  14. "General Elections, India, 2001, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৪
  15. "General Elections, India, 2006, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৬ অক্টোবর ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৪
  16. "General Elections, India, 2011, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৪ এপ্রিল ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৪
  17. "24 - Kurseong Assembly Constituency"১৯৭৭ থেকে দল অনুযায়ী তুলনা (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০০৯
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.