কার্ল-হাইন্ৎস রুমেনিগে

কার্ল-হাইন্ৎস "কালে" রুমেনিগে (জার্মান: [ˌkaɐ̯lˈhaɪnts ˈkalə ˈʁʊmənɪɡə]; জন্ম ২৫শে সেপ্টেম্বর ১৯৫৫) একজন অবসরপ্রাপ্ত জার্মান পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি ১৯৭৪ সালে লিপষ্টাট নামক জার্মান ফুটবল ক্লাব থেকে বায়ার্ন মিউনিখ ক্লাবে যোগ দেন। তিনি বায়ার্নের সদস্য হিসেবে একটি আন্তঃমহাদেশীয় শিরোপা (১৯৭৬), দুইটি উয়েফা চ্যাম্পিয়নস লীগ শিরোপা (১৯৭৫ ও ১৯৭৬), দুইটি লীগ শিরোপা (১৯৮০ ও ১৯৮১) এবং দুইটি ঘরোয়া শিরোপা জয়লাভ করেন। জার্মান বুন্ডেসলিগা নামক ক্লাব ফুটবল প্রতিযোগিতাতে তিনি ৩১০টি খেলায় ১৬২টি গোল প্রদান করেন। ১৯৮৪ সালে ইতালির ইন্টার মিলান ক্লাবে যোগ দেন। জার্মানির জাতীয় ফুটবল দলের সদস্য হিসেবে তিনি ১৯৮০ সালের ইউরোপীয় ফুটবল প্রতিযোগিতার শিরোপা জয় করেন এবং ১৯৮২ ও ১৯৮৬ সালের ফিফা ফুটবল বিশ্বকাপ প্রতিযোগিতা দুইটিতেই রানার-আপ (দ্বিতীয় স্থান অধিকারী) জার্মান জাতীয় দলের সদস্য ছিলেন। তিনি ১৯৮০ ও ১৯৮১ সালে দুইবার বালোঁ দর অর্থাৎ বর্ষসেরা ইউরোপীয় ফুটবল খেলোয়াড়ের খেতাব অর্জন করেছিলেন।

কার্ল-হাইন্ৎস রুমেনিগে
২০১৫ সালে রুমেনিগে
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম Karl-Heinz Rummenigge
জন্ম (1955-09-25) ২৫ সেপ্টেম্বর ১৯৫৫
জন্ম স্থান Lippstadt, West Germany
উচ্চতা 1.82 m
মাঠে অবস্থান Forward
ক্লাবের তথ্য
বর্তমান দল
Bayern Munich (Chairman)
যুব পর্যায়
1963–1974 Borussia Lippstadt
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
1974–1984 Bayern Munich 310 (162)
1984–1987 Inter Milan 64 (24)
1987–1989 Servette 50 (34)
মোট 424 (220)
জাতীয় দল
1975 West Germany B 1 (0)
1976–1986 West Germany 95 (45)
অর্জন ও সম্মাননা
 পশ্চিম জার্মানি-এর প্রতিনিধিত্বকারী
FIFA World Cup
রানার-আপ1982 Spain
রানার-আপ1986 Mexico
উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ
বিজয়ী1980 Italy
* শুধুমাত্র ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

রুমেনিগে ১৯৯১ থেকে ২০০২ সাল পর্যন্ত বায়ার্ন মিউনিখ ক্লাবের উপসভাপতি ছিলেন। ২০২০ সাল পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী তিনি বায়ার্ন মিউনিখ ফুটবল ক্লাবের অপত্য ব্যবসা প্রতিষ্ঠান এফসি বায়ার্ন ম্যুনশেন আগে-র নির্বাহী পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।[1] এছাড়া তিনি ইউরোপীয় ক্লাব সংস্থার সভাপতি এবং উয়েফা-র কৌশলগত পরামর্শদাতা সমিতির সদস্য।

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.