কার্ল-হাইন্ৎস রুমেনিগে
কার্ল-হাইন্ৎস "কালে" রুমেনিগে (জার্মান: [ˌkaɐ̯lˈhaɪnts ˈkalə ˈʁʊmənɪɡə]; জন্ম ২৫শে সেপ্টেম্বর ১৯৫৫) একজন অবসরপ্রাপ্ত জার্মান পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি ১৯৭৪ সালে লিপষ্টাট নামক জার্মান ফুটবল ক্লাব থেকে বায়ার্ন মিউনিখ ক্লাবে যোগ দেন। তিনি বায়ার্নের সদস্য হিসেবে একটি আন্তঃমহাদেশীয় শিরোপা (১৯৭৬), দুইটি উয়েফা চ্যাম্পিয়নস লীগ শিরোপা (১৯৭৫ ও ১৯৭৬), দুইটি লীগ শিরোপা (১৯৮০ ও ১৯৮১) এবং দুইটি ঘরোয়া শিরোপা জয়লাভ করেন। জার্মান বুন্ডেসলিগা নামক ক্লাব ফুটবল প্রতিযোগিতাতে তিনি ৩১০টি খেলায় ১৬২টি গোল প্রদান করেন। ১৯৮৪ সালে ইতালির ইন্টার মিলান ক্লাবে যোগ দেন। জার্মানির জাতীয় ফুটবল দলের সদস্য হিসেবে তিনি ১৯৮০ সালের ইউরোপীয় ফুটবল প্রতিযোগিতার শিরোপা জয় করেন এবং ১৯৮২ ও ১৯৮৬ সালের ফিফা ফুটবল বিশ্বকাপ প্রতিযোগিতা দুইটিতেই রানার-আপ (দ্বিতীয় স্থান অধিকারী) জার্মান জাতীয় দলের সদস্য ছিলেন। তিনি ১৯৮০ ও ১৯৮১ সালে দুইবার বালোঁ দর অর্থাৎ বর্ষসেরা ইউরোপীয় ফুটবল খেলোয়াড়ের খেতাব অর্জন করেছিলেন।
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | Karl-Heinz Rummenigge | |||||||||||||||||||||
জন্ম | ২৫ সেপ্টেম্বর ১৯৫৫ | |||||||||||||||||||||
জন্ম স্থান | Lippstadt, West Germany | |||||||||||||||||||||
উচ্চতা | 1.82 m | |||||||||||||||||||||
মাঠে অবস্থান | Forward | |||||||||||||||||||||
ক্লাবের তথ্য | ||||||||||||||||||||||
বর্তমান দল | Bayern Munich (Chairman) | |||||||||||||||||||||
যুব পর্যায় | ||||||||||||||||||||||
1963–1974 | Borussia Lippstadt | |||||||||||||||||||||
জ্যেষ্ঠ পর্যায়* | ||||||||||||||||||||||
বছর | দল | ম্যাচ | (গোল) | |||||||||||||||||||
1974–1984 | Bayern Munich | 310 | (162) | |||||||||||||||||||
1984–1987 | Inter Milan | 64 | (24) | |||||||||||||||||||
1987–1989 | Servette | 50 | (34) | |||||||||||||||||||
মোট | 424 | (220) | ||||||||||||||||||||
জাতীয় দল | ||||||||||||||||||||||
1975 | West Germany B | 1 | (0) | |||||||||||||||||||
1976–1986 | West Germany | 95 | (45) | |||||||||||||||||||
অর্জন ও সম্মাননা
| ||||||||||||||||||||||
* শুধুমাত্র ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে |
রুমেনিগে ১৯৯১ থেকে ২০০২ সাল পর্যন্ত বায়ার্ন মিউনিখ ক্লাবের উপসভাপতি ছিলেন। ২০২০ সাল পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী তিনি বায়ার্ন মিউনিখ ফুটবল ক্লাবের অপত্য ব্যবসা প্রতিষ্ঠান এফসি বায়ার্ন ম্যুনশেন আগে-র নির্বাহী পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।[1] এছাড়া তিনি ইউরোপীয় ক্লাব সংস্থার সভাপতি এবং উয়েফা-র কৌশলগত পরামর্শদাতা সমিতির সদস্য।