কার্যকরী মূলক
জৈব যৌগের অণুর মধ্যে উপস্থিত থেকে যে সকল মূলক ঐ যৌগ গুলির রাসায়নিক ধর্ম নির্ধারন করে তাদের কার্যকরী মূলক ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৪ ফেব্রুয়ারি ২০২১ তারিখে (functional group ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২১ ফেব্রুয়ারি ২০২১ তারিখে) বলে। যেমন, অ্যালডিহাইডের কার্যকরী মূলক ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৪ ফেব্রুয়ারি ২০২১ তারিখে হলো অ্যালডিহাইড মূলক (-CHO)।
![](../I/FG-vs-moiety.png.webp)
বিভিন্ন কার্যকরী মূলক ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৪ ফেব্রুয়ারি ২০২১ তারিখে বিশিষ্ট জৈব যৌগ গুলিকে কয়েকটি নির্দিষ্ট শ্রেণীতে বিভক্ত করা হয়। একই কার্যকরী মূলক ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৪ ফেব্রুয়ারি ২০২১ তারিখে বিশিষ্ট জৈব যৌগের রাসায়নিক ধর্ম প্রায় একই রকম হয়ে থাকে। যদিও এদের রাসায়নিক সক্রিয়তা পার্শ্ববর্তী কার্যকরী মূলকের ওপর অনেকটাই নির্ভরশীল। কার্যকরী মূলকের নাম থেকেই জৈব যৌগের অণুগুলির নামকরণ করা হয়ে থাকে।
সাধারণ কার্যকরী মূলক ও তাদের যৌগ
আই.ইউ.পি.ইউ.সি এর নামকরণের নিয়ম অনুযায়ী কার্যকরী মূলকের উপস্থিতি অনুযায়ী জৈব যৌগ গুলিকে বিভিন্ন শ্রেণিতে বিভক্ত করা হয়েছে। নিম্নে তাদের লিপিবদ্ধ করা হল। এখানে উপস্থিত R এবং R' পার্শবর্তী কার্বন চেইন বা হাইড্রোজেন বোঝানোর জন্যে ব্যবহার করা হয়েছে।
হাইড্রোকার্বন কার্যকরী মূলক
শ্রেণি | কার্যকরী মূলক | সংকেত | গঠনমূলক সঙ্কেত | নামকরণের নিয়ম | উদাহরণ |
---|---|---|---|---|---|
অ্যালকেন | অ্যালকাইল | R(CH2)nH | ![]() |
|
ইথেন![]() |
অ্যালকিন | অ্যালকি্নাইল | R2C=CR2 | ![]() |
|
ইথিন![]() |
অ্যালকাইন
এিবন্ধন |
অ্যালকাইনাইল | RC≡CR |
|
অ্যাসিটিলিন
| |
বেনজিন জাত যৌগ | ফিনাইল | RC6H5 অথবা
RPh |
![]() |
|
কিউমিন![]() |
অক্সিজেন বিশিষ্ট কার্যকরী মূলক
CH
3-O-
নাইট্রোজেন বিশিষ্ট কার্যকরী মূলক
-NH
2
অ্যালকাইল হ্যালাইড
Alkane-H + হ্যালোজেন। C
nH
2n+1-X এখানে X হলো হ্যালোজেন।