কার্পো (প্রাকৃতিক উপগ্রহ)

কার্পো (/ˈkɑːrp/) বা বৃহস্পতি ৪৬ (Jupiter XLVI) হল বৃহস্পতির একটি প্রাকৃতিক উপগ্রহ। ২০০৩ সালে স্কট এস. শেপার্ডের নেতৃত্বাধীন হাওয়াই বিশ্ববিদ্যালয়ের একটি জ্যোতির্বিজ্ঞানী দল এই উপগ্রহটি আবিষ্কার করেন। ইতিপূর্বে এই উপগ্রহটিকে এস/২০০৩ জে ২০ (S/2003 J 20) নামে অভিহিত করা হয়েছিল।[2][3] ২০০৫ সালের গোড়ার দিকে এটির প্রথম নামকরণ করা হয়।[4]

কার্পো
আবিষ্কার
আবিষ্কারকস্কট এস. শেপার্ড প্রমুখ
আবিষ্কারের তারিখ২০০৩
বিবরণ
উচ্চারণ/ˈkɑːrp/
নামকরণের উৎসকার্পো (Καρπώ; Karpō)
বিকল্প নামসমূহএস/২০০৩ জে ২০
বিশেষণকার্পোয়ান /kɑːrˈpən/ বা কার্পোইয়ান /kɑːrˈp.iən/
কক্ষপথের বৈশিষ্ট্য[1]
অর্ধ-মুখ্য অক্ষ১৬৯৮৯০০০কিমি
উৎকেন্দ্রিকতা০.৪৩০
কক্ষীয় পর্যায়কাল+৪৫৬.১ দিন
গড় ব্যত্যয়২৪২.৮°
নতি৫১.৪°
উদ্বিন্দুর দ্রাঘিমা৬০.৯°
অনুসূরের উপপত্তি৯০.০°
যার উপগ্রহবৃহস্পতি
ভৌত বৈশিষ্ট্যসমূহ
আপাত মান২৩.০
           জুপিটার ·       কার্পো ·       কাল্লিস্টো

    কার্পোর ব্যাস প্রায় ৩ কিলোমিটার (১.৯ মাইল)। এটি গড় ১৭.১৪৫ জিগামিটার (১ কোটি মাইলের সামান্য বেশি) দূর থেকে ক্রান্তিবৃত্তের সঙ্গে ৫৬° নতিতে (বৃহস্পতির বিষুবরেখার সঙ্গে ৫৫°) এবং ০.৪৩১৬ উচ্চ উৎকেন্দ্রতায় ৪৫৮.৬২৫ দিনে বৃহস্পতিকে প্রদক্ষিণ করছে। ২০০৫ সালের মার্চ মাসে জিউসের (জুপিটার) কন্যা তথা অন্যতম হোরে কার্পোর নামানুসারে এই উপগ্রহটির নামকরণ করা হয়।

    থেমিস্টোভ্যালেটুডোর মতো এই উপগ্রহটিকেও একটি স্বতন্ত্র শ্রেণির একমাত্র সদস্য মনে করা হয়। এই কারণেই এই উপগ্রহটি কৌতুহলোদ্দীপক। ১৯৬২ সালে ইয়োশিহিদে কোজাই কর্তৃক আবিষ্কৃত কোজাই প্রভাবের ফলে কার্পো ও সমজাতীয় উপগ্রহগুলির কক্ষপথের নতি সীমাবদ্ধ থাকে। এই প্রভাবের ফলে কক্ষপথের নতি ও উৎকেন্দ্রতার মধ্যে একটি পর্যায়ক্রমিক বিনিময় শুরু হয়। নতি যদি যথেষ্ট বেশি হয়, তবে উৎকেন্দ্রতা এতটাই বৃদ্ধি পেতে পারে যে উপগ্রহটির পেরিয়াপসিস (বৃহস্পতির উপগ্রহের ক্ষেত্রে যাকে পেরিজেন বলা হয়) গ্যালিলীয় উপগ্রহগুলির (আইয়ো, ইউরোপা, গ্যানিমিডক্যালিস্টো) অতি সন্নিকটে চলে আসতে পারে। উপগ্রহটি ক্রমে ক্রমে উক্ত উপগ্রহগুলির কোনওটির সঙ্গে ধাক্কা খেতে পারে অথবা পরস্পরের খুব কাছাকাছি চলে আসার ফলে বার্হস্পত্য জগতের বাইরে নিক্ষিপ্ত হতে পারে। পেরিয়াপসিস অয়নচলনের পর্যায়টি (পিডব্লিউ) হল ৬৮ লক্ষ বছর।[5]

    তথ্যসূত্র

    1. S.S. Sheppard (2019), Moons of Jupiter, Carnegie Science, on line
    2. Daniel W. E. Green (এপ্রিল ৩০, ২০০৩)। "IAUC 8125: S/2003 J 19 and S/2003 J 20"International Astronomical Union। ২০১৬-০৩-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
    3. MPEC 2003-G67: S/2003 J 20 2003 April (discovery and ephemeris)
    4. Daniel W. E. Green (মার্চ ৩০, ২০০৫)। "IAUC 8502: Satellites of Jupiter"। International Astronomical Union।
    5. Jacobson, R. A. (2006) JUP262 (২০০৭-০৬-২৮)। "Planetary Satellite Mean Orbital Parameters"। JPL/NASA। সংগ্রহের তারিখ ২০০৮-০১-১৯

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.