কার্তিক

কার্তিক বা কার্ত্তিক ( হিন্দি: कार्तिक Kārtika, ওড়িয়া: କାର୍ତ୍ତିକ Kārttika, গুজরাটি: કારતક Kārtak, কন্নড়: ಕಾರ್ತಿಕ , মৈথিলী: कातिक, মারাঠি: कार्तिक, নেপালি: कार्त्तिक, সংস্কৃত: कार्तिक,[1] তেলুগু: కార్తీకం, তামিল: கார்த்திகை) বাংলা সনের সপ্তম মাস এবং হিন্দু পঞ্জিকা ও ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের অষ্টম মাস।[2] হেমন্তের শুরু। এই মাসে কার্তিক দীপোৎসবের মতো অনেক উত্সব পালিত হয়।

কার্তিক
ধান, কাটার উপযুক্ত হয়, সোনালি ধানের সুঘ্রাণে ভরে থাকে বাংলার মাঠ প্রান্তর
স্থানীয় নাম
বর্ষপঞ্জি
মাসের ক্রম
  • ৭ ( বাংলা বর্ষপঞ্জি )
  • ৮ ( হিন্দু বর্ষপঞ্জি )
দিনের সংখ্যা
  • ৩০ (বাংলাদেশ)
  • ২৯/৩০ (ভারত)
ঋতুহেমন্ত
গ্রেগরীয় সমতুল্যঅক্টোবর-নভেম্বর
গুরুত্বপূর্ণ দিবস

নামের উৎস

মাসের নামটি কৃত্তিকা নক্ষত্রের নাম থেকে এসেছে।

উৎসব

কার্তিকা ব্রত উপলক্ষে টাঙানো এক সারি আকাশ বাতি।

এই মাসে বেশ কয়েকটি উল্লেখযোগ্য উৎসব পালিত হয়।[3] সেগুলো হল -

আরো পড়ুন

তথ্যসূত্র

  1. Hindu Calendar
  2. Henderson, Helene. (Ed.) (2005) Holidays, festivals, and celebrations of the world dictionary Third edition. Electronic edition. Detroit: Omnigraphics, p. xxix. আইএসবিএন ০-৭৮০৮-০৯৮২-৩
  3. Henderson, Helene. (Ed.) (2005) Holidays, festivals, and celebrations of the world dictionary Third edition. Electronic edition. Detroit: Omnigraphics, p. xxix. আইএসবিএন ০-৭৮০৮-০৯৮২-৩

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.