কার্ডিফ সিটি ফুটবল ক্লাব
কার্ডিফ সিটি ফুটবল ক্লাব (ইংরেজি: Cardiff City Football Club; এছাড়াও কার্ডিফ সিটি এফসি অথবা শুধুমাত্র কার্ডিফ সিটি নামে পরিচিত) হচ্ছে কার্ডিফ ভিত্তিক একটি ইংরেজ পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের ফুটবল লিগ ইএফএল চ্যাম্পিয়নশিপে খেলে। এই ক্লাবটি ১৮৯৯ সালে রিভারসাইড অ্যাসোসিয়েশন ফুটবল ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। কার্ডিফ সিটি তাদের সকল হোম ম্যাচ কার্ডিফের কার্ডিফ সিটি স্টেডিয়ামে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৩৩,৩১৬। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন নিল হ্যারিস এবং সভাপতির দায়িত্ব পালন করছেন মেহমেত দালমান। ইংরেজ রক্ষণভাগের খেলোয়াড় শন জোসেফ মরিসন এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
![]() | ||||
পূর্ণ নাম | কার্ডিফ সিটি ফুটবল ক্লাব | |||
---|---|---|---|---|
ডাকনাম | দ্য ব্লুবার্ডস | |||
সংক্ষিপ্ত নাম | সিএআর, সিসিএফসি, সিটি | |||
প্রতিষ্ঠিত | ১৮৯৯ (রিভারসাইড এএফসি হিসেবে) | |||
মাঠ | কার্ডিফ সিটি স্টেডিয়াম | |||
ধারণক্ষমতা | ৩৩,৩১৬[1] | |||
মালিক | ![]() | |||
সভাপতি | ![]() | |||
ম্যানেজার | ![]() | |||
লিগ | ইএফএল চ্যাম্পিয়নশিপ | |||
২০১৯–২০ | ৫ম | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
| ||||
ঘরোয়া ফুটবলে, কার্ডিফ সিটি এপর্যন্ত ২৭টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১২টি ওয়েলশ কাপ, ১টি ইএফএল চ্যাম্পিয়নশিপ, ১টি এফএ কাপ এবং ১টি এফএ কমিউনিটি শিল্ড শিরোপা রয়েছে।
অর্জন
উৎস: [2]
লিগ
প্রথম বিভাগ (প্রথম স্তর)
- রানার-আপ: ১৯২৩–২৪
দ্বিতীয় বিভাগ / ইএফএল চ্যাম্পিয়নশিপ (দ্বিতীয় স্তর)
- চ্যাম্পিয়ন: ২০১২–১৩
- রানার-আপ: ১৯২০–২১, ১৯৫১–৫২, ১৯৫৯–৬০, ২০১৭–১৮
তৃতীয় বিভাগ দক্ষিণ / তৃতীয় বিভাগ (তৃতীয় স্তর)
- চ্যাম্পিয়ন: ১৯৪৬–৪৭ (দক্ষিণ)
- রানার-আপ: ১৯৭৫–৭৬, ১৯৮২–৮৩
চতুর্থ বিভাগ / তৃতীয় বিভাগ (চতুর্থ স্তর)
- চ্যাম্পিয়ন: ১৯৯২–৯৩
- রানার-আপ: ১৯৮৭–৮৮, ২০০০–০১
কাপ
- চ্যাম্পিয়ন: ১৯২৬–২৭
- রানার-আপ: ১৯২৪–২৫, ২০০৭–০৮
- চ্যাম্পিয়ন: ১৯২৭
- রানার-আপ: ২০১১–১২
ওয়েলশ কাপ
- চ্যাম্পিয়ন: ১৯১১–১২, ১৯১৯–২০, ১৯২১–২২, ১৯২২–২৩, ১৯২৬–২৭, ১৯২৭–২৮, ১৯২৯–৩০, ১৯৫৫–৫৬, ১৯৫৮–৫৯, ১৯৬৩–৬৪, ১৯৬৪–৬৫, ১৯৬৬–৬৭, ১৯৬৭–৬৮, ১৯৬৮–৬৯, ১৯৬৯–৭০, ১৯৭০–৭১, ১৯৭২–৭৩, ১৯৭৩–৭৪, ১৯৭৫–৭৬, ১৯৮৭–৮৮, ১৯৯১–৯২, ১৯৯২–৯৩
- রানার-আপ: ১৯২৮–২৯, ১৯৩৮–৩৯, ১৯৫০–৫১, ১৯৫৯–৬০, ১৯৯৩–৯৪, ১৯৯৪–৯৫
তথ্যসূত্র
- "Premier League Handbook 2018–19" (পিডিএফ)। Premier League। ৩০ জুলাই ২০১৮। ১২ মে ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মে ২০১৯।
- "Cardiff City football club honours"। 11vs11.com। AFS Enterprises। ১২ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৭।
বহিঃসংযোগ
![](../I/Commons-logo.svg.png.webp)
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট (ইংরেজি)
- কার্ডিফ সিটি ফুটবল ক্লাব - বিবিসি স্পোর্টস: ক্লাব সংবাদ - সাম্প্রতিক ফলাফল - পরবর্তী সময়সূচী - ক্লাব তারকাবৃন্দ
- ১৯২৭ এফএ কাপে আর্সেনালের বিপক্ষে কার্ডিফ সিটি ফুটবল ক্লাবের ঐতিহাসিক জয় সম্পর্কিত বিষয়বস্তুর একটি সংগ্রহ
- ফুটবল ক্লাব হিস্টোরি ডাটাবেজে কার্ডিফ সিটি ফুটবল ক্লাব
- কার্ডিফ সিটি ফুটবল ক্লাবের প্লে-অফ পরিসংখ্যান