কামাল আহমেদ

কামাল আহমেদ হলেন একজন বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতা। তিনি ১৯৮৩ সালের চলচ্চিত্র লালু ভুলু এবং ১৯৯০ সালের চলচ্চিত্র গরীবের বউ পরিচালনার জন্য শ্রেষ্ঠ পরিচালক বিভাগে দুই বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

কামাল আহমেদ
জন্ম
কামাল আহমেদ
জাতীয়তাবাংলাদেশী
পেশাচলচ্চিত্র পরিচালক, অভিনেতা
কর্মজীবন১৯৬৬১৯৯৩
উল্লেখযোগ্য কর্ম
পুরস্কারজাতীয় চলচ্চিত্র পুরস্কার (২য় বার)

নির্বাচিত চলচ্চিত্রসমূহ

  • উজালা - ১৯৬৬
  • পরওয়ানা - ১৯৬৬
  • রূপকুমারী - ১৯৬৮
  • অবাঞ্ছিত - ১৯৬৯
  • অধিকার - ১৯৭০
  • অশ্রু দিয়ে লেখা - ১৯৭২
  • অনির্বাণ - ১৯৭৩
  • উপহার - ১৯৭৫
  • অঙ্গার - ১৯৭৮
  • অনুরাগ - ১৯৭৯
  • ভাঙ্গা গড়া - ১৯৮১
  • রজনীগন্ধা - ১৯৮২
  • লালু ভুলু - ১৯৮৩
  • আওয়ারা - ১৯৮৫
  • মা ও ছেলে - ১৯৮৫
  • ব্যাথার দান - ১৯৮৯
  • গরীবের বউ - ১৯৯০
  • অবুঝ সন্তান - ১৯৯৩

পুরস্কার এবং মনোনয়ন

বছরপুরস্কারবিভাগচলচ্চিত্রফলাফল
১৯৮৩জাতীয় চলচ্চিত্র পুরস্কারশ্রেষ্ঠ পরিচালকলালু ভুলুবিজয়ী[1]
১৯৯০জাতীয় চলচ্চিত্র পুরস্কারশ্রেষ্ঠ পরিচালকগরীবের বউবিজয়ী[1]

তথ্যসূত্র

  1. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)"fdc.gov.bdবাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। ২৩ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.