কামারখোলা ইউনিয়ন
কামারখোলা ইউনিয়ন বাংলাদেশের খুলনা জেলার দাকোপ উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[1]
কামারখোলা ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | খুলনা জেলা |
উপজেলা | দাকোপ উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
অবস্থান ও আয়তন
কামারখোলা ইউনিয়ন এর আয়তন ২৯.২০ বর্গ কিলোমিটার।[2] ইউনিয়নের উত্তরে ঢাকী নদী ও ভদ্রা নদী,দক্ষিণে সুতারখালী ইউনিয়ন,পূর্বে ভদ্রা নদী এবং পশ্চিমে ঢাকী নদী।
শিক্ষাপ্রতিষ্ঠান
♦ মাধ্যমিক বিদ্যালয় ♦
- জে, পি, মাধ্যমিক বিদ্যালয়
- সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়
- কালিনগর জি,সি,মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়
- কামার খোলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- শ্রীনগর মাধ্যমিক বিদ্যালয়।
- জয়নগর দাখিল মাদ্রাছা
- ♦ প্রাথমিক বিদ্যালয় ♦
- জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পার-জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
চেয়ারম্যান
পূর্বের চেয়ারম্যান গনের নামের তালিকাঃ- (ক)জনাব,কালি পদ হালদার।-১৯৭৩ সাল। (খ)জনাব,অমূল্য রায়।------১৯৭৭ সাল। (গ)জনাব,খালেক সানা।-----১৯৮২ সাল। (ঘ)জনাব,কালি পদ হালদার—-১৯৮৭ সাল। (ঙ)জনাব,দীপংকর রায়-----১৯৯২ সাল। (চ)জনাব,সমরেশ চন্দ্র রায়।–-১৯৯৭ সাল। (ছ)জনাব,সমরেশ চন্দ্র রায়---২০০০ সাল। (জ)জনাব,উমাশংক্ষার রায়---২০১০ সাল।
তথ্যসূত্র
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.