কাপালিক

কাপালিক হিন্দু সম্প্রদায় বিশেষ, যারা মূলত শিবের অনুসারি।[1] এদেরকে কখনও কখনও কাপালি বা কাপালী নামেও ডাকা হয়।

কাপালিক গুরু মনি দামোদর চক্কর

ব্যুৎপত্তি

কাপালিক শব্দটি এসেছে 'কপাল' শব্দটি থেকে, যা দ্বারা মূলত মাথার খুলিকে নির্দেশ করে থাকে; কারণ এরা মাথার খুলিকে পাত্র হিসাবে ব্যবহার করে থাকে।[1] কারো কারো মতে, ভাগ্য বা কপালের ওপর প্রবল বিশ্বাসী হওয়ায় তাদের কাপালিক বলে।[2]

উৎপত্তি ও জাতিতত্ব

বাংলায় কাপালিক অথবা কাপালিদেরকে বারো ও তেরো শতকের সাহিত্যে ও ধর্মশাস্ত্রে একটি নিম্ন উপবর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে; যদিও তারা নিজেদের কাশ্মীর থেকে আগত বৌদ্ধদের বংশধর বলে দাবি করে থাকে।[3] তবে প্রাচীন কাহিনি মতে, বাংলা অঞ্চলে বর্তমানে দৃষ্ট কাপালি সম্প্রদায় দক্ষিণ ভারতের কর্ণাটকের এক শিব পূজারিণীর বংশধর, যারা বৈশ্য কাপালি হিসেবে পরিচিত।

বৈশিষ্ট্য

কাপলিকেরা শ্মশানভূমির ছাই দিয়ে তাদের দেহকে আবৃত করে রাখে,[4] শিবের ভৈরব রূপকে পূজা করে[5] এবং রক্ত, মাংস, মদ এবং যৌন রস দিয়ে ধর্মীয় আচার পালন করে।[1]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. Gavin Flood (২০০৮)। The Blackwell Companion to Hinduism। John Wiley & Sons। পৃষ্ঠা 212–213। আইএসবিএন 978-0-470-99868-7।
  2. ডা. মো. সাইফুল ইসলাম সোহেল (৪ এপ্রিল ২০১৮)। "যে সাধকরা মানুষের খুলিতে পানাহার করেন" (ওয়েব)প্রিয় ডটকম। ঢাকা। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৯
  3. হীরালাল বালা (জানুয়ারি ২০০৩)। "কাপালিক"। সিরাজুল ইসলামবাংলাপিডিয়াঢাকা: এশিয়াটিক সোসাইটি বাংলাদেশআইএসবিএন 984-32-0576-6। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৯
  4. অনির্বাণ মুখোপাধ্যায় (১৮ জুলাই ২০১৬)। "কাপালিক কারা? তাঁরা কি আজও আছেন?" (ওয়েব)এবেলা। কলকাতা। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৯
  5. David N. Lorenzen (১৯৭২)। The Kāpālikas and Kālāmukhas: Two Lost Śaivite Sects। University of California Press। পৃষ্ঠা 4। আইএসবিএন 978-0-520-01842-6।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.