কান্দাহার প্রদেশ
কান্দাহার (প্রদেশ) (পশতু: کندھار), (ফার্সি: قندهار)) হচ্ছে আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে একটি যা দেশটির দক্ষিণাঞ্চলে পাকিস্তানের কোল ঘেষে অবস্থিত। এটি পশ্চিমে হেলমান্দ, উত্তরে জবোল প্রদেশ ও পূর্বে ওরুজ্গন প্রদেশ দ্বারা ঘেরা। এই প্রদেশটির রাজধানী হচ্ছে কান্দাহার নগরী। যা আওরংবাদ নদীর তীরে অবস্থিত।
কান্দাহার Pashto: کندهار ولايت ফার্সি: ولایت قندهار | |
---|---|
প্রদেশ | |
Map of Afghanistan with Kandahar highlighted | |
স্থানাঙ্ক (Capital): ৩১.০° উত্তর ৬৫.৫° পূর্ব | |
Country | টেমপ্লেট:দেশের উপাত্ত আফগাগানিস্তান |
প্রতিষ্ঠাতা | আলেকজান্ডার |
Capital | কান্দাহার |
সরকার | |
• Governor | Toryalai Wesa |
আয়তন | |
• মোট | ৫৪,০২২ বর্গকিমি (২০,৮৫৮ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১২)[1] | |
• মোট | ১১,৫১,১০০ |
• জনঘনত্ব | ২১/বর্গকিমি (৫৫/বর্গমাইল) |
সময় অঞ্চল | ইউটিসি +০৪.৩০ |
মূল ভাষা | পশতু ফার্সি |
এই প্রদেশটি মূলত ১৮টি বিভাগ নিয়ে গঠিত যাতে ১ হাজারের উপরে গ্রাম রয়েছে। কান্দাহার প্রদেশে ২০১২ সালের আদমশুমারি অনুযায়ী ১১,৫১,১০০ মানুষ বাস করেন যাদের অধিকাংশই উপজাতি ও গ্রামীণ জনগোষ্ঠী।[1] জাতি অনুসারে পশতু জাতিগোষ্ঠীর মানুষই বেশি বাস করে, তাছাড়া এখানে তাজিক, উজবেক, হাজারা ও বালুচ জাতিগোষ্ঠীর মানুষেরও বাস রয়েছে। কান্দাহার ইতিহাসে সমৃদ্ধ। এর প্রতিষ্ঠাতা হচ্ছেন মহামতি আলেকজান্ডার।
ইতিহাস
আরও দেখুন
তথ্যসূত্র
- "Settled Population of Kandahar province by Civil Division, Urban, Rural and Sex-2012-13" (পিডিএফ)। ২০১৬-০৩-০৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-১০-২০।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.