কানাইঘাট পৌরসভা

কানাইঘাট পৌরসভা বাংলাদেশের সিলেট বিভাগের সিলেট জেলার অধীনে কানাইঘাট উপজেলার অন্তর্গত একটি ''গ'' শ্রেণীর পৌরসভা[1][2]

কানাইঘাট
পৌরসভা
কানাইঘাট পৌরসভা
প্রাতিষ্ঠানিক লোগো
বাংলাদেশে কানাইঘাট পৌরসভার অবস্থান
কানাইঘাট
বাংলাদেশে কানাইঘাট পৌরসভার অবস্থান
স্থানাঙ্ক: ২৫°১′১৫″ উত্তর ৯২°১৫′৬″ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগসিলেট বিভাগ
জেলাসিলেট জেলা
উপজেলাকানাইঘাট উপজেলা
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

অবস্থান

বাংলাদেশের উত্তর-পূ্র্ব সীমান্তে অবস্থিত।[1]

নামকরণ

সুরমা নদীর ঘাটে কানাই নামক একজন মাঝির নামানুসারে ‘কানাইরঘাট’ নামকরণ করা হয়। কানাইঘাট উপজেলার পুর্বতন নাম ‘কানাইঘাট’ থাকায় এ মতটিকে শক্তিশালী মনে হয়।

ইতিহাস

কানাইঘাট স্বাধীন সার্বভৌম জৈন্তা রাজ্যের অংশ থাকায় স্বাভাবিক কারণে শিক্ষা, সংস্কৃতি, পার্শ্ববর্তী অন্যান্য উপজেলা থেকে কিছুটা ভিন্ন। ১৮৩৫ সালে ১৬ মার্চ জৈন্তা ব্রিটিশ অধিকারে আসে। ১৯০৫ সাল হতে মাধ্যমিক স্কুল, মাদরাসা এবং মসজিদ নির্মাণ কানাইঘাটে বৃদ্ধি পেতে থাকে এবং তখন থেকে অদ্যাবধি শক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পেয়ে শিক্ষার হার অনেকটা বৃদ্ধি পেয়েছে। ১৯৭১ সালের ৪ ডিসেম্বর সূর্য উঠার আগেই পাক হানাদার বাহিনী এবং মুক্তিযুদ্ধাদের মধ্যে তীব্র যুদ্ধ হয় এবং শেষে পাকিস্তানিরা আত্মসমর্পণ করে। ঐদিন কানাইঘাট স্বাধীন হয়।[1][2]

আয়তন ও জনসংখ্যা

আয়তন- ৪৬৭৩.৯৫ একর। জনসংখ্যা- মোটঃ ২২১৮৪ জন। পুরুষঃ ১২১৭৮ জন, মহিলাঃ ১০০০৬ জন। ভোটার সংখ্যা- ১২৭৯৩ জন।[1]

শিক্ষা

শিক্ষার হার- ৪৫%[1]

শিক্ষা প্রতিষ্ঠান[1]

  • প্রাথমিক বিদ্যালয়- ১১টি।
  • মাধ্যমিক বিদ্যালয়- ০২টি।
  • মাদ্রাসা- ০৮টি।
  • কলেজ- ০২টি।
  • মসজিদের সংখ্যা- ৩১

দর্শনীয় স্থান

  • কানাইঘাট মনসুরিয়া কামিল মাদ্রাসা।
  • দারুল উলুম দারুল হাদীস কানাইঘাট মাদ্রাসা.
  • সুরমা নদী
  • পাথর কোয়ারী.
  • মোশাহিদ (রঃ) ব্রিজ.

হাট-বাজার

০১টি

খাল ও নদী

নদী- ০১টি, বিল- ০৩টি।

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

১.আল্লামা মোশাহিদ আহমদ বায়মপুরি(রঃ)

২.আল্লামা আব্দুর রব ক্বাসেমী ফিল্লাকান্দি (রঃ)

৩.আল্লামা ইদ্রিস সাহেব শিবনগরী(রঃ)

৪. আব্দুছ ছালাম মিনিষ্টার

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "এক নজরে কানাইঘাট পৌরসভা"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৪ ফেব্রুয়ারি ২০১৮। ২ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৯
  2. "কানাইঘাট উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০২

বহিঃসংযোগ

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন।

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.