কানাইঘাট ইউনিয়ন
কানাইঘাট ইউনিয়ন বাংলাদেশের সিলেট জেলার অন্তর্গত কানাইঘাট উপজেলার একটি ইউনিয়ন।[1][2]
কানাইঘাট | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() বাংলাদেশে কানাইঘাট ইউনিয়নের অবস্থান | |
![]() ![]() কানাইঘাট ![]() ![]() কানাইঘাট | |
স্থানাঙ্ক: ২৫°০′৬.৯৯৮″ উত্তর ৯২°১৪′২১.৯৯৮″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | সিলেট বিভাগ |
জেলা | সিলেট জেলা |
উপজেলা | কানাইঘাট উপজেলা ![]() |
আয়তন | |
• মোট | ২,৯৫৪ হেক্টর (৭,২৯৯ একর) |
জনসংখ্যা | |
• মোট | ২৩,৩৮১ |
• জনঘনত্ব | ৭৯০/বর্গকিমি (২,১০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৬০ ৯১ ৫৯ ৪৭ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থান
উপজেলা সদর থেকে ৩ কিমি উত্তর দক্ষিণ পার্শ্বে মোট ১৬ কিমি বিস্মৃত এই ইউনিয়ন।[1]
আয়তন ও জনসংখ্যা
আয়তন- ৪৩.৭২৫ বর্গ কিমি। জনসংখ্যা- মোট - ২২৪৭৯ জন। পুরুষ -১১৯১৭ জন, মহিলা -১০৫৬২ জন। ভোটার সংখ্যা- ১২,০৫০ (২০০৯ ইং সনেরতথ্যঅনুসারে)। [1][2]
শিক্ষা
শিক্ষা প্রতিষ্ঠান[1]
- প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- সরকারি ১০ টি, বেসরকারি ০টি, কমিউনিটি ০৩ টি।
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা - নাই।
- মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা - সরকারি ১টি, বেসরকারি ০২ টি।
- কলেজের সংখ্যা- নাই।
- মাদ্রাসার সংখ্যা- আলীয়া ০টি, কওমি ০৭ টি, অন্যান্য ১টি।
- ধর্মীয় প্রতিষ্ঠানের সংখ্যা- মসজিদ ৫৮ টি, মন্দির ০৬ টি, অন্যান্য নাই।
হাট-বাজার
৩টি- ছোটদেশ নয়াবাজার, বীরদল বাজার, উমরগঞ্জ বাজার[1]
খাল ও নদী
ইউনিয়ন এর পাঁশ দিয়ে বয়ে গেছে বাংলাদেশের দীর্ঘতম নদী সুরমা। এছাড়াও তিনিট খাল রয়েছে- (১) বীরদল খাল (২) লক্ষীপুর খাল ও (৩) চিরু খাল।[1]
তথ্যসূত্র
- "এক নজের কানাইঘাট ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৪ ফেব্রুয়ারি ২০১৯। ২ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৯।
- "কানাইঘাট উপজেলা"। বাংলাপিডিয়া। ৭ আগস্ট ২০১৪। ২ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৯।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.