কাতার ফুটবল অ্যাসোসিয়েশন

কাতার ফুটবল অ্যাসোসিয়েশন (আরবি: الاتحاد القطري لكرة القدم, ইংরেজি: Qatar Football Association; এছাড়াও সংক্ষেপে কিউএফএ নামে পরিচিত) হচ্ছে কাতারের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ১২ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ১৪ বছর পর ১৯৭৪ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা এএফসির সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর কাতারের রাজধানী দোহায় অবস্থিত।

কাতার ফুটবল অ্যাসোসিয়েশন
এএফসি
প্রতিষ্ঠিত১৯৬০ (1960)[1]
সদর দপ্তরদোহা, কাতার
ফিফা অধিভুক্তি১৯৭২[1]
এএফসি অধিভুক্তি১৯৭৪[2]
সভাপতি হামাদ বিন খলিফা আল থানি
সহ-সভাপতি সাউদ আল মোহান্নাদি
ওয়েবসাইটwww.qfa.qa

এই সংস্থাটি কাতারের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে কাতার স্টার্স লীগ, কাতারি দ্বিতীয় বিভাগ এবং এমির অফ কাতার কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন হামাদ বিন খলিফা আল থানি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন মন্সুর আল আনসারি।

কর্মকর্তা

২৫ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[1]
অবস্থাননাম
সভাপতিহামাদ বিন খলিফা আল থানি
সহ-সভাপতিসাউদ আল মোহান্নাদি
সাধারণ সম্পাদকমন্সুর আল আনসারি
কোষাধ্যক্ষআহমেদ আল-বুয়াইনাইন
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালকআলি আল সালাত
প্রযুক্তিগত পরিচালকফাহাদ আল জাররা
ফুটসাল সমন্বয়কারীহামাদ আল মান্নাই
জাতীয় দলের কোচ (পুরুষ)ফেলিক্স সানচেস
জাতীয় দলের কোচ (নারী)
রেফারি সমন্বয়কারীহানি তালেব আল রাইসি

তথ্যসূত্র

  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১৮ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২০
  2. "AFC BARS ISRAEL FROM ALL ITS COMPETITIONS"ReutersThe Straits Times। ১৬ সেপ্টেম্বর ১৯৭৪।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.