কাড়াপাড়া ইউনিয়ন

কাড়াপাড়া ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাট জেলার বাগেরহাট সদর উপজেলার একটি ইউনিয়ন পরিষদ[1] এটি ১৭.২৮ কি:মি: (৬.৬৭ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত এবং এবং ২০১১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ৩৩,৫৫২ জন।[2]

কাড়াপাড়া
ইউনিয়ন
কাড়াপাড়া ইউনিয়ন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাবাগেরহাট জেলা
উপজেলাবাগেরহাট সদর উপজেলা 
প্রতিষ্ঠাকাল১৯৬১
আয়তন
  মোট১৭.২৮ বর্গকিমি (৬.৬৭ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট৩৩,৫৫২
  জনঘনত্ব১,৯০০/বর্গকিমি (৫,০০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটkaraparaup.bagerhat.gov.bd

ভৌগোলিক অবস্থান

ভৌগোলিক অবস্থান অনুযায়ী ইউনিয়নটির উত্তরে বিষ্ণুপুর ও যাত্রাপুর ইউনিয়ন, দক্ষিণে ডেমা ইউনিয়ন, পূর্বে বাগেরহাট পৌরসভা ও বেমরতা ইউনিয়ন এবং পশ্চিমে ষাটগম্বুজ ইউনিয়ন অবস্থিত। কাড়াপাড়া ইউনিয়ন ২৪টি মৌজা ও ২৪টি গ্রাম নিয়ে গঠিত হয়েছে।

গ্রামসমূহ

  • ১নং ওয়ার্ড- পোলঘাট, মাঝিডাঙ্গা, সাবেকডাঙ্গা, কুলিয়াদাইড়
  • ২নং ওয়ার্ড- নোনাডাঙ্গা, বাগমারা
  • ৩নং ওয়ার্ড- মগরা, দরিতালুক, রাজাপুর
  • ৪নং ওয়ার্ড- শিংড়াই, দেওয়ানবাটী, কাঁঠাল, কৃষ্ণনগর
  • ৫নং ওয়ার্ড- বাদেকাড়াপাড়া, ফুলতলা, গোমতী
  • ৬নং ওয়ার্ড- গোবরদিয়া, রাধাবল্লভ, কাঠি, কাটুয়া
  • ৭নং ওয়ার্ড- কাড়াপাড়া
  • ৮নং ওয়ার্ড- পাটরপাড়া
  • ৯নং ওয়ার্ড- মির্জাপুর, গুজিহাটী

তথ্যসূত্র

  1. "কাড়াপাড়া ইউনিয়ন"বাগেরহাট সদর উপজেলার ইউনিয়ন। karaparaup.bagerhat.gov.bd। ২০২০।
  2. "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.