কাঠের কাজ

কাঠ ব্যবহার করে বা খোদাই করে কোন কিছু তৈরি করার প্রক্রিয়াকে কাঠের কাজ বা দারু শিল্প বলা হয় । যারা কাঠের কাজ করে তাদের বলা হয় ছুঁতার বা কাঠ মিস্ত্রি।

শিল্পীরা কাঠের কাঠামো ব্যবহার করে সূক্ষ্ম ভাস্কর্য তৈরি করতে পারেন।

ইতিহাস

প্রাচীন মিশরীয় কাঠের কাজ

মানব সভ্যতার শুরু থেকেই যেসব উপকরণ ব্যবহার করা হয়েছে তার মধ্যে কাঠ বা কাষ্ঠ অন্যতম । এ রকম অন্যান্য উপকরণের মধ্যে রয়েছে মাটি, পাথর এবং বিভিন্ন প্রাণীর হাড়, চামড়া ইত্যাদি । নিয়ান্ডারথাল মানবদের ব্যবহৃত পাথরের যন্ত্রপাতি পরীক্ষা করে জানা গেছে নিয়ান্ডারথালেরা কাঠের কাজ জানত । মানব সভ্যতার অগ্রগতি কাঠের কাজের দক্ষতার বা দারু শিল্পের সাথে ঘনিষ্ট ভাবে জড়িত ।

কাষ্ঠনির্মিত বিবিধ সামগ্রী

সর্বপ্রাচীন কাঠের যন্ত্র ছিল লাঠি । এর পরেই আসে বর্শা এবং অন্যান্য শিকারের যন্ত্রপাতি । নব্য প্রস্তর যুগ থেকেই কাঠ খোদাই করে তৈরি পাত্রের ব্যবহার শুরু হয়।

দারুশিল্পে ব্যবহৃত যন্ত্রপাতি

কাঠমিস্ত্রিদের প্রয়োজনীয় যন্ত্রপাতি হল কাঠ কাটার করাত, মসৃণ করার যন্ত্র রাঁদা, ফুটো করার যন্ত্র ড্রিল বা বর্মা, বাটালি, হাতুড়ি ইত্যাদি। এছাড়াও আরও অনেক ছোটো-বড়ো যন্ত্র তারা ব্যবহার করে খোদাইয়ের জন্য।

তথ্যসূত্র

  • Feirer, John L. (১৯৮৮)। Cabinetmaking and Millwork। Mission Hills California: Glencoe Publishing। আইএসবিএন 0-02-675950-0।
  • Frid, Tage (১৯৭৯)। Tage Frid Teaches Woodworking। Newton, Connecticut: Taunton Press। আইএসবিএন 0-918804-03-5।
  • Joyce, Edward (১৯৮৭)। Encyclopedia of Furniture Making। revised and expanded by Alan Peters। New York: Sterling Publishing Co.। আইএসবিএন 0-8069-6440-5।
  • Roubo, André Jacob (১৭৬৯–১৭৮৪)। The Art of the Joiner। Paris: French Academy of Sciences
    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.