কাঞ্চনা মৈত্র

কাঞ্চনা মৈত্র একজন বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী। তিনি ভারতীয় জনতা পার্টির একজন সদস্য[1][2][3][4]। তিনি ২০০৮ সালে পরিচালক অতনু বোস এর সেদিন দুজনে চলচ্চিত্র-র মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন।

চলচ্চিত্র জীবন

কাঞ্চনা ২০০৮ সালে পরিচালক অতনু বোস এর সেদিন দুজনে চলচ্চিত্র-র মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। কিন্তু তিনি ২০১১ সালে বাই বাই ব্যাংকক সিনেমাতে অভিনয় করার পর পরিচিত লাভ করেন। তিনি ২০১২ সালে সুব্রত সেন-র কয়েকটি মেয়ের গল্প এবং নন্দিতা রায়শিবপ্রাসাদ মুখার্জী-র একসিডেন্ট ছবিতে অভিনয় করেন।

চলচ্চিত্র

  • জানবাজ (২০১৯)
  • বিলু রাক্ষস (২০১৭)
  • কিরীটী রায় (২০১৬)
  • সজারুর কাঁটা (২০১৫)
  • বৃষ্টি ভেজা রোদ্দুর (২০১২)
  • একসিডেন্ট (২০১২)
  • কয়েকটি মেয়ের গল্প (২০১২)
  • ৮:০৮ এর বনগাঁও লোকাল (২০১২)
  • বায় বায় ব্যাংকক (২০১১)
  • পাখি (২০০৯)
  • সেদিন দুজনে (২০০৮)

ধারাবাহিক

সাল ধারাবাহিক চ্যানেল চরিত্র
২০১৩ - ২০১৪সখিস্টার জলসামীনাক্ষী
২০১৫ - ২০১৬তুমি রবে নীরবেজী বাংলারোতি রায়
২০১৬ব্যোমকেশকালার্স বাংলামালতি
২০১৬প্রেমের ফাঁদেজী বাংলাশিউলি গাঙ্গুলী
২০১৬ - ২০১৭বেনে বউকালার্স বাংলাঅজন্তা
২০১৬ -২০১৮জরোয়ার ঝুমকোজী বাংলাইলোরা রায়
২০১৭ - ২০১৮ভজ গোবিন্দস্টার জলসানীপা
২০১৮ - ২০২০হৃদয় হরণ বি.এ. পাসজী বাংলাবিনা
২০১৯ - বর্তমানসাঁঝের বাতিস্টার জলসাঝুম্পা
২০২০বাঘ বন্দি খেলাজী বাংলারায়-র কাকিমা
২০২০ - বর্তমানযমুনা ঢাকিজী বাংলারাগিনী

তথ্যসূত্র

  1. "Parno Mittra and 10 other Bengal actors join BJP"www.telegraphindia.com। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১৪
  2. Desk, India com News (২০১৯-০৭-২১)। "Bengali Actor Rimjhim Mitra, Two Others Join BJP in Presence of WB Party President"India News, Breaking News | India.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১৪
  3. আনন্দ, ওয়েব ডেস্ক, এবিপি (২০২০-১২-২১)। "কিছু নাচগান করা লোক, ধান্ধাবাজ দলে! কটাক্ষ সুজাতার, অনুশাসনে বিশ্বাসী, আমিত্ব মেনে চলি না, পাল্টা কাঞ্চনা"ABP Ananda। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১৪
  4. Quint, The (২০১৯-০৭-১৯)। "QKolkata: 11 Actors Join BJP; Rose Valley Questions For Rituparna"TheQuint (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১৪

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.