কাঞ্চনা ইউনিয়ন
কাঞ্চনা বাংলাদেশের চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
কাঞ্চনা | |
---|---|
ইউনিয়ন | |
৪নং কাঞ্চনা ইউনিয়ন পরিষদ | |
কাঞ্চনা কাঞ্চনা | |
স্থানাঙ্ক: ২২°৭′৫″ উত্তর ৯২°০′৪১″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | সাতকানিয়া উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | রমজান আলী |
আয়তন | |
• মোট | ১৩.৫৩ বর্গকিমি (৫.২২ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২১,৫৭৫ |
• জনঘনত্ব | ১,৬০০/বর্গকিমি (৪,১০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৯.৩১% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩৮৭ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
আয়তন
কাঞ্চনা ইউনিয়নের আয়তন ৩৩৪৪ একর (১৩.৫৩ বর্গ কিলোমিটার)।[1]
জনসংখ্যা
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী কাঞ্চনা ইউনিয়নের লোকসংখ্যা ২১,৫৭৫ জন। এর মধ্যে পুরুষ ১০,১৬৪ জন এবং মহিলা ১১,৪১১ জন।[2]
অবস্থান ও সীমানা
সাতকানিয়া উপজেলার পশ্চিমাংশে কাঞ্চনা ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে চরতী ইউনিয়ন ও আমিলাইশ ইউনিয়ন, পূর্বে আমিলাইশ ইউনিয়ন ও এওচিয়া ইউনিয়ন, দক্ষিণে এওচিয়া ইউনিয়ন এবং পশ্চিমে এওচিয়া ইউনিয়ন ও বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়ন অবস্থিত।
নামকরণ
জনশ্রুতি আছে, প্রাচীনকালে এ গ্রামের নৈসর্গিক সৌন্দর্য্য, অর্থনৈতিক সমৃদ্ধি ও আধ্যাত্মিক সাধনার আবাসভূমি ইত্যাদির খ্যাতিতে আকৃষ্ট হয়ে সুদূর আরব দেশ থেকে কতিপয় আউলিয়া দরবেশ বসতি স্থাপনের লক্ষ্যে এবং তাদের আধ্যাত্মিক সাধনার ক্ষেত্র হিসাবে এ গ্রামকে গড়ে তুলতে চেয়েছিলেন। তারা গ্রামের জনগণের কাছ থেকে কাঞ্চন বা স্বর্ণের দামে গ্রামটি কিনে নিতে চাইলেন। কিন্তু স্বাধীনতা প্রিয় এ গ্রামবাসী কাঞ্চনের বিনিময়ে হস্তান্তর করতে চাইলেন না। একদিকে আউলিয়া দরবেশগণ গ্রামের মূল্য হিসেবে দিতে চাই কাঞ্চন আর অপর দিকে গ্রামের জনগণের জবাব না, উভয় মিলে হয় কাঞ্চনা।
প্রশাসনিক কাঠামো
কাঞ্চনা ইউনিয়ন সাতকানিয়া উপজেলার আওতাধীন ৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সাতকানিয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯২নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৫ এর অংশ। এটি কাঞ্চনা মৌজা নিয়েই গঠিত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- দক্ষিণ কাঞ্চনা
- মধ্য কাঞ্চনা
- উত্তর কাঞ্চনা
শিক্ষা ব্যবস্থা
কাঞ্চনা ইউনিয়নের সাক্ষরতার হার ৪৯.৩১%।[1] এ ইউনিয়নে ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি মাদ্রাসা ও ৯টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
- মাদ্রাসা
- কাঞ্চনা আনোয়ারুল উলুম ইসলামিয়া আলিম মাদ্রাসা
- দক্ষিণ কাঞ্চনা শাহ রশিদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা
- দারুল ইহসান মহিলা দাখিল মাদ্রাসা
- আম্বিয়া দানু ট্রাস্ট এবতেদায়ী মাদ্রাসা
- শাহ্ আব্দুল মজিদ রহঃ নুরানী মাদ্রাসা
- মাধ্যমিক বিদ্যালয়
- আমিলাইশ কাঞ্চনা বঙ্গ চন্দ্র ঘোষ ইন্সটিটিউট
- কাঞ্চনা বালিকা উচ্চ বিদ্যালয়
- দক্ষিণ কাঞ্চনা নুর আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- উত্তর কাঞ্চনা কামাল উদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর কাঞ্চনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কাঞ্চনা এ আই সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কাঞ্চনা পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কাঞ্চনা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কাঞ্চনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ কাঞ্চনা গুড়গুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বকশিরখীল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মধ্য কাঞ্চনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
কাঞ্চনা ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক সাতকানিয়া-চরতী সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।
ধর্মীয় উপাসনালয়
কাঞ্চনা ইউনিয়নে ১৮টি মসজিদ, ৫টি ঈদগাহ ও ৫টি মন্দির রয়েছে।
খাল ও নদী
কাঞ্চনা ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে গহরচরী খাল, বুড়াচরী খাল এবং এওচিয়া ছড়ার খাল।[6]
হাট-বাজার
কাঞ্চনা ইউনিয়নের প্রধান ৩টি হাট-বাজার হল জোট পুকুরিয়া বাজার, মনু ফকির হাট এবং লতাপীরের বাজার। [7]
দর্শনীয় স্থান
- ঐতিহ্যবাহী কাজীর জামে মসজিদ
- জলপীর শাহ্ রহঃ মাজার শরীফ
- আব্দুল কাদের জিলানি রহঃ মাজার শরীফ
- দক্ষিণ কাঞ্চনা সুইস গেইট, যা ব্রিটিশরা তৈরি করেছিল।
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
- ড. আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন –– শিক্ষাবিদ ও সাবেক ভিসি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
- আসিফ ইকবাল –- বাংলাদেশী গীতিকার, সুরকার ও কর্পোরেট ব্যক্তিত্ব।
- ডাঃ বি এম ফয়েজুর রহমান –– রাজনীতিবিদ ও প্রাক্তন সংসদ সদস্য।
- রায় সাহেব কামিনীকুমার ঘোষ –– শিক্ষাবিদ।
জনপ্রতিনিধি
- বর্তমান চেয়ারম্যান: রমজান আলী[8]
- চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নং | চেয়ারম্যানের নাম | সময়কাল |
---|---|---|
০১ | ছৈয়দ রফিকুর রহমান | ১৯৫৮-১৯৬২ |
০২ | আব্দুর রহিম | ১৯৬৩-১৯৬৭ |
০৩ | ডাঃ বি এম ফয়েজুর রহমান | ১৯৬৮-১৯৬৯ |
০৪ | নুর আহমদ (ভারপ্রাপ্ত) | ১৯৭০-১৯৭২ |
০৫ | ফোরক আহমদ | ১৯৭৩-১৯৭৭ |
০৬ | আব্দুল হাকিম | ১৯৭৮ |
০৭ | জহিরুল হক | ১৯৭৮-১৯৮২ |
০৮ | আনোয়ারুল হক কাদেরী | ১৯৮৩-১৯৮৭ |
০৯ | আতাউর রহমান | ১৯৮৮-১৯৯১ |
১০ | আনোয়ারুল হক কাদেরী | ১৯৯২-১৯৯৭ |
১১ | আতাউর রহমান | ১৯৯৮-২০০০ |
১২ | আবু শাহ আলম লেদু | ২০০১-২০০২ |
১৩ | মাওলানা মোজাফফর আহমদ | ২০০৩-২০১৬ |
১৪ | রমজান আলী | ২০১৬-বর্তমান |
আরও দেখুন
তথ্যসূত্র
- "সাতকানিয়া উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- "গ্রামভিত্তিক লোকসংখ্যা - কাঞ্চনা ইউনিয়ন - কাঞ্চনা ইউনিয়ন"। kanchanaup.chittagong.gov.bd। ১২ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৭।
- "মাদ্রাসা - কাঞ্চনা ইউনিয়ন - কাঞ্চনা ইউনিয়ন"। kanchanaup.chittagong.gov.bd।
- "মাধ্যমিকবিদ্যালয় - কাঞ্চনা ইউনিয়ন - কাঞ্চনা ইউনিয়ন"। kanchanaup.chittagong.gov.bd।
- http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=411&thana=41120&union=13%5B%5D
- "খাল ও নদী - কাঞ্চনা ইউনিয়ন - কাঞ্চনা ইউনিয়ন"। kanchanaup.chittagong.gov.bd। ১০ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৭।
- "হাট বাজারের তালিকা - কাঞ্চনা ইউনিয়ন - কাঞ্চনা ইউনিয়ন"। kanchanaup.chittagong.gov.bd।
- "রমজান আলী - কাঞ্চনা ইউনিয়ন - কাঞ্চনা ইউনিয়ন"। kanchanaup.chittagong.gov.bd। ৮ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৭।
- "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - কাঞ্চনা ইউনিয়ন - কাঞ্চনা ইউনিয়ন"। kanchanaup.chittagong.gov.bd। ১০ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৭।