কাজী নজরুল বিশ্ববিদ্যালয়
কাজী নজরুল বিশ্ববিদ্যালয় হলো পশ্চিমবঙ্গের আসানসোল মহানগরীর একটি সরকারি বিশ্ববিদ্যালয়।[6][7] এই বিশ্ববিদ্যালয়টি কবি কাজী নজরুল ইসলামের নামে নামাঙ্কিত। ২০১২ সালে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। পশ্চিম বর্ধমান জেলার মোট ২১টি সরকারি ও বেসরকারি কলেজ এই বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ।[6] বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন অনুরাধা মুখোপাধ্যায়।[8]
নীতিবাক্য | Vidyayā'mritamașnute (সংস্কৃত) |
---|---|
বাংলায় নীতিবাক্য | জ্ঞান প্রদান অমরত্ব |
ধরন | পাবলিক রাজ্য গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় |
স্থাপিত | ১৬ আগস্ট ২০১২ |
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি | |
বাজেট | ₹১৬.৪৫ কোটি (২০২২-২৩) |
আচার্য | রাজ্যপাল, পশ্চিমবঙ্গ |
উপাচার্য | রবিউল ইসলাম |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ১০৫ (২০২২)[4] |
শিক্ষার্থী | ২,০৯৪ (২০২২)[4] |
স্নাতক | ১৪০ (২০২২)[4] |
স্নাতকোত্তর | ১,৬৮৫ (২০২২)[4] |
২৬৯ (২০২২)[4] | |
অবস্থান | , , ভারত ২৩°৪১′৪১″ উত্তর ৮৬°৫৯′৪২″ পূর্ব |
শিক্ষাঙ্গন | নগর (১৫.৬ একর) |
স্বীকৃতি | ন্যাক[5] |
সংক্ষিপ্ত নাম | কেএনইউ |
ওয়েবসাইট | www |
খনি ও ধাতুবিদ্যা বিদ্যালয়
২০১৬ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসানসোলে অবস্থিত কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি খনি, খনিজ ও ধাতুবিদ্যার শিক্ষাকেন্দ্র খোলার অনুমতি দেন ও ৭ একর জমি প্রদান করেন বিদ্যালয়টির জন্য। এই বিদ্যালয় থেকে বিটেক, এমটেক, ডিপ্লোমা ও পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়।[9]
গ্রন্থাগার
কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারটি ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়। এটি বিদ্যাচর্চা ভবনের নিচতলায় একটি সুবিধাজনক স্থানে অবস্থিত। বইগুলি ডিউই দশমিক শ্রেণীবিভাগ অনুসারে শ্রেণিবদ্ধ করা হয়েছে। সব বই বারকোড যুক্ত করা হয়। অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরাও কেন্দ্রীয় গ্রন্থাগারে প্রবেশ করতে পারবে। বইয়ের সংগ্রহে বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য, বিশুদ্ধ বিজ্ঞান, শিল্পকলা, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ভাষা ইত্যাদির বিস্তৃত বিষয়ের নথি অন্তর্ভুক্ত রয়েছে।বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে ২০ হাজারের বেশি বইয়ের মূল্যবান সংগ্রহ রয়েছে।[10]
তথ্যসূত্র
- "পশ্চিমবঙ্গের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়কে রাজ্য বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করা" (পিডিএফ)। ইউজিসি। ২২ জুন ২০২১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৩।
- "কেন্দ্রের অনুমোদন পেল কাজী নজরুল বিশ্ববিদ্যালয় (২৫০-৩০০)"। এই সময়। ১২ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২২।
- "নতুন প্রতিষ্ঠান 2019-20 এর জন্য এআইসিটিই-র অনুমোদনের চিঠি" (পিডিএফ)। এআইসিটিই। ৩০ এপ্রিল ২০১৯। ১ মার্চ ২০২০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০২০।
- "এনআইআরএফ 2022" (পিডিএফ)। কাজী নজরুল বিশ্ববিদ্যালয়।
- "ন্যাক স্বীকৃতি গ্রেড শীট"। ন্যাক। ৭ সেপ্টেম্বর ২০২১। ৩০ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২১।
- "Private education Bill passed amidst Opposition walkout"। The Statesman। ৬ জুলাই ২০১২। ২০ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১২।
- "Bill passed to set up private varsity"। Asian Age। ৭ জুলাই ২০১২। ১১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১২।
- "Anuradha Mukherjee appointed as new vice-chancellor of Kazi Nazrul Islam University"। Times of India। ২৪ নভেম্বর ২০১২। ১২ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০১২।
- "West Bengal set for mining institute in Asansol" [পশ্চিমবঙ্গের খনি ইনস্টিটিউটের জন্য প্রস্তুত]। দ্য টাইমস অব ইন্ডিয়া নভেম্বর ৩, ২০১৬, ০৪:১২ আইএসটি (ইংরেজি ভাষায়)।
- "Central Library"। সংগ্রহের তারিখ ৯ মে ২০২২।