কাজী নজরুল ইসলাম সরণি

কাজী নজরুল ইসলাম সরণি (পূর্বনাম ভিআইপি রোড) পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা মহানগরীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। বিশিষ্ট বাঙালি কবি কাজী নজরুল ইসলামের নামাঙ্কিত এই রাস্তাটি শহরের সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের সংযোগ রক্ষা করছে। উল্টোডাঙ্গা থেকে দমদমের নিকট যশোর রোড পর্যন্ত এই রাস্তাটি প্রসারিত। এর শেষপ্রান্তটি নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথটি স্পর্শ করছে। সর্বদা দ্বিমুখী এই রাস্তাটির ধারে অবস্থিত উল্টোডাঙা, লেকটাউন, কৈখালি, বাগুইআটি, কেষ্টপুর ও তেঘড়িয়া।

কাজী নজরুল ইসলাম সরণি
স্থানীয় নামKazi Nazrul Islam Sarani
পূর্ব নামভিআইপি রোড
রক্ষণাবেক্ষণকারীবিধাননগর পৌরসংস্থা, দক্ষিণ দমদম পৌরসভা এবং কলকাতা পৌরসংস্থা
দৈর্ঘ্য৮.১ কিমি (৫.০ মাইল)
অবস্থানবৃহত্তর কলকাতা (উত্তর ২৪ পরগনা জেলা এবং কলকাতা জেলা),  ভারত
নিকটস্থ কলকাতা মেট্রো স্টেশনবিমান বন্দর(নির্মানাধীন), ভিআইপি রোড(নির্মানাধীন), বেঙ্গল কেমিক্যাল
উত্তর প্রান্তনেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর গেট নং. ১
দক্ষিণ প্রান্তউল্টোডাঙ্গা
নির্মাণ
নির্মাণ সম্পন্ন১৯৬২
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.