কাজিরাঙ্গা বিশ্ববিদ্যালয়
অসম কাজিরাঙ্গা বিশ্ববিদ্যালয়[1][2][3] [4][5] ২০১২ সালে অসম কাজিরাঙ্গা বিশ্ববিদ্যালয় বিধি, ২০১২ অনুসারে আসামের যোরহাটত স্থাপিত একটি ব্যক্তিগত বিশ্ববিদ্যালয়।[6] অসম ব্যক্তিগত বিশ্ববিদ্যালয় বিধি,২০০৭র মতে বিশ্ববিদ্যালয়টি স্থাপন করা হয়েছিল।
ASSAM KAZIRANGA UNIVERSITY | |
নীতিবাক্য | Knowledge and Beyond |
---|---|
ধরন | ব্যক্তিগত |
স্থাপিত | ২০১২ |
চেয়ারপার্সন | এম. ডি. খইটান |
সভাপতি | পি. কে. মিশ্রা |
উপাচার্য | ভিলাস এম চালোখ |
ডিন | বিশ্বরূপ শইকীয়া (অভিযান্ত্রিক এবং প্রযুক্তিবিদ্যা বিদ্যালয়), জহর বাগচি (বাণিজ্য বিদ্যালয়) |
পরিচালক | অর্ণব শর্মা |
অবস্থান | করাইখোয়া, যোরহাট , , |
শিক্ষাঙ্গন | উপ-শহরাঞ্চল |
সংক্ষিপ্ত নাম | KU |
অধিভুক্তি | বিশ্ববিদ্যালয় অনুদান আয়োগ এবং সর্ব ভারতীয় প্রযুক্তি শিক্ষা পরিষদ |
মাসকট | এশিঙীয়া গঁড় |
ওয়েবসাইট | Official Website |
শিক্ষা
বিশ্ববিদ্যালয়টি অভিযান্ত্রিক, ব্যবস্থাপনা, কম্পিউটার বিজ্ঞান এবং মৌলিক বিজ্ঞান বিষয়ে বিভিন্ন পাঠ্যক্রম চালায়। এটি চারটি প্রতিষ্ঠানে গঠিত
- বাণিজ্য বিদ্যালয়
- MBA, BBA, BBA (Global, BCom and Integrated MBA)
- অভিযান্ত্রিক এবং প্রযুক্তিবিদ্যা বিদ্যালয় **M.Tech, B.Tech and Integrated MTech and Integrated MBA (with B.Tech)
- মৌলিক বিজ্ঞান বিদ্যালয়
- MSc (Physics), MSc (Chemistry), MSc (Mathematics) and Integrated MSc in Physics, Chemistry and Mathematics)
- কম্পিউটার বিজ্ঞান বিদ্যালয়
- MSc (IT) and Integrated MSc (IT)
সহযোগিতা
কাজিরাঙ্গা বিশ্ববিদ্যালয়ে যুক্তরাষ্ট্রের কারডিফ মেট্রোপলিটান বিশ্ববিদ্যালয়[7][8][9][10][11] এবং প্লাইমাউথ বিশ্ববিদ্যালয়ের সাথে শিক্ষা, অধ্যাপক এবং ছাত্র-ছাত্রীর আদান-প্রদান করা বোঝাপড়ার চুক্তি স্বাক্ষর করেছে।[4][12][13] ২০১১ সালে চাম হিগিনবটম কৃষি, প্রযুক্তিবিদ্যা এবং বিজ্ঞান প্রতিষ্ঠান কাজিরাঙ্গা বিশ্ববিদ্যালয়ের সাথে বোঝাপড়ার এবং সহযোগিতার চুক্তিতে সই করা প্রথম ভারতীয় বিশ্ববিদ্যালয়।[14] প্রতি বছরে কাজিরাঙ্গা বিশ্ববিদ্যালয়ের U MBAর ছাত্র-ছাত্রীকে সিঙ্গাপুরস্থিত নানয়াং প্রযুক্তিবিদ্যা বিশ্ববিদ্যালয়ে এক মাসের জন্য নিয়ে যাওয়া হয়। বিশ্ববিদ্যালয়টি অভিযান্ত্রিক ছাত্র-ছাত্রীর প্রশিক্ষণের জন্যও বিভিন্ন উদ্যোগের সাথে সহযোগিতা স্থাপন করেছে।
তথ্যসূত্র
- "Private Universities - University Grants Commission"। ১৪ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৯।
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি" (পিডিএফ)। ১৭ জুন ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৯।
- "University"। ১৪ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৯।
- Kaziranga University to open up in Jorhat - Yahoo! News India
- State to get its third private university - Times Of India
- "Kaziranga University to start session in July - Times Of India"। ২০১৩-০২-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৮।
- "Kaziranga University ties up with UK institution | Edu-Leaders"। ২২ মার্চ ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৯।
- Kaziranga University ties up with UK institution | Business Standard
- Kaziranga University ties up with Cardiff Metropolitan University UK - Economic Times
- Kaziranga University ties up with UK institution for joint research and exchange programme - Times Of India
- Business Line : News / Education : Kaziranga University ties up with UK varsity
- "Plymouth ties up with Kaziranga University - Hindustan Times"। ১০ মে ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৯।
- University of Plymouth signs MoU with Kaziranga University - Times Of India
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি" (পিডিএফ)। ১৯ আগস্ট ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৯।