কাজিরাঙা হস্তী মহোৎসব

কাজিরাঙা হস্তি মহোৎসব (ইংরেজি: Kaziranga Elephant Festival) হচ্ছে অসমের কাজিরাঙা জাতীয় উদ্যানে উৎযাপন করা বার্ষিক হস্তি মহোৎসব। হাতির সংরক্ষন ও সুরক্ষার ক্ষেত্রে জনগনের মনে সজাগতা বৃদ্ধি করা এই উৎসবের সূচনা করা হয়। ২০০৩ সন থেকে এই উৎসবটি নিয়মিত ভাবে পালিত হয়ে আসছে। অসম সরকারের পর্যটন ও বন বিভাগ সংযুক্তভাবে উৎসবটির আয়োজন করে। [1][2] শতাধিক গৃহপালিত হাতি এই উৎসবে আয়োজিত দৌর, পেরেড, ফুটবল ইত্যাদি খেলায় অংশ গ্রহণ করে।

কাজিরাঙা হস্তী মহোৎসব
২০০৯ বর্ষে অংশগ্রহনকারী কয়েকটি হাতির দৃশ্য
তারিখ (সমূহ)ফেব্রুয়ারি
পুনরাবৃত্তিবার্ষিক
অবস্থান (সমূহ)কাজিরাঙা, অসম
 India
প্রবর্তিত২০০৩

তথ্যসূত্র

  1. "Elephant Festival"। North East India। ৬ মার্চ ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০১০
  2. "Elephant Festival"। Bharat Online। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০১০
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.