কাজিরাঙা হস্তী মহোৎসব
কাজিরাঙা হস্তি মহোৎসব (ইংরেজি: Kaziranga Elephant Festival) হচ্ছে অসমের কাজিরাঙা জাতীয় উদ্যানে উৎযাপন করা বার্ষিক হস্তি মহোৎসব। হাতির সংরক্ষন ও সুরক্ষার ক্ষেত্রে জনগনের মনে সজাগতা বৃদ্ধি করা এই উৎসবের সূচনা করা হয়। ২০০৩ সন থেকে এই উৎসবটি নিয়মিত ভাবে পালিত হয়ে আসছে। অসম সরকারের পর্যটন ও বন বিভাগ সংযুক্তভাবে উৎসবটির আয়োজন করে। [1][2] শতাধিক গৃহপালিত হাতি এই উৎসবে আয়োজিত দৌর, পেরেড, ফুটবল ইত্যাদি খেলায় অংশ গ্রহণ করে।
কাজিরাঙা হস্তী মহোৎসব | |
---|---|
তারিখ (সমূহ) | ফেব্রুয়ারি |
পুনরাবৃত্তি | বার্ষিক |
অবস্থান (সমূহ) | কাজিরাঙা, অসম India |
প্রবর্তিত | ২০০৩ |
তথ্যসূত্র
- "Elephant Festival"। North East India। ৬ মার্চ ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০১০।
- "Elephant Festival"। Bharat Online। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০১০।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.