কাজান মেট্রো
কাজান মেট্রো (রুশ: Каза́нское метро́; তাতার: Казан метросы) রাশিয়ার তাতারস্তান রাজ্যের কাজান শহরকে সেবা প্রদানকারী একটি দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা। ২০০৫ সালের ২৭শে আগস্ট এটি চালু করা হয়। এটি রাশিয়ার ৭ম মেট্রো ব্যবস্থা এবং সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাবার পর রাশিয়ার প্রথম নতুন মেট্রো। একটিমাত্র লাইন (দৈর্ঘ্য ১৫.৮২২ কিমি (৯.৮ মা)) এবং ১০টি বিরতিস্থলবিশিষ্ট এই পাতালরেল ব্যবস্থাটি প্রতিবছর ৩ কোটিরও বেশি যাত্রী ব্যবহার করেন।[1]
কাজান মেট্রো | |||
---|---|---|---|
| |||
তথ্য | |||
মালিক | কাজান পৌরসভা | ||
অবস্থান | কাজান, তাতারস্তান প্রজাতন্ত্র, রাশিয়া | ||
ধরন | দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা | ||
লাইনের সংখ্যা | ১ | ||
বিরতিস্থলের সংখ্যা | ১০ | ||
দৈনিক যাত্রীসংখ্যা | ৮৬ হাজার (গড়) | ||
বার্ষিক যাত্রীসংখ্যা | ৩ কোটি ১৩ লক্ষ (২০১৩)[1] | ||
কাজ | |||
কাজ শুরু | ২০০৫ | ||
পরিচালক | মেত্রোএলেকত্রোত্রান্স (MetroElektroTrans) | ||
গাড়ির সংখ্যা | ৪৭ | ||
প্রযুক্তি | |||
লাইনের দৈর্ঘ্য | ১৫.৮২২ কিমি (৯.৮ মা) | ||
গতিপথ গেজ | ১,৫২৪ মিলিমিটার (৫ ফুট) | ||
|
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.