কাকারা ইউনিয়ন
কাকারা বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত চকরিয়া উপজেলার একটি ইউনিয়ন।
কাকারা | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() ![]() কাকারা ![]() ![]() কাকারা | |
স্থানাঙ্ক: ২১°৪৫′৫০″ উত্তর ৯২°৬′৫১″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কক্সবাজার জেলা |
উপজেলা | চকরিয়া উপজেলা ![]() |
৭নং | কাকারা ইউনিয়ন পরিষদ |
সরকার | |
• চেয়ারম্যান | মোহাম্মদ সাহাব উদ্দিন (জনগণ মনোনীত প্রার্থী) |
আয়তন | |
• মোট | ৩৫.৮৮ বর্গকিমি (১৩.৮৫ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ৩৪,৯৬৯ |
• জনঘনত্ব | ৯৭০/বর্গকিমি (২,৫০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৩৪.১১% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৭৪০ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
আয়তন
কাকারা ইউনিয়নের আয়তন ৮৮৬৬ একর (৩৫.৮৮ বর্গ কিলোমিটার)।[1]
জনসংখ্যা
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী কাকারা ইউনিয়নের লোকসংখ্যা ৩৪,৯৬৯ জন। এর মধ্যে পুরুষ ১৪,৪৯৯ জন এবং মহিলা ১৪,৪৭০ জন।[2]
অবস্থান ও সীমানা
চকরিয়া উপজেলার পূর্বাংশে কাকারা ইউনিয়নের অবস্থান। চকরিয়া উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৫ কিলোমিটার। এ ইউনিয়নের পশ্চিমে কৈয়ারবিল ইউনিয়ন, লক্ষ্যারচর ইউনিয়ন ও চকরিয়া পৌরসভা; দক্ষিণে ফাঁসিয়াখালী ইউনিয়ন; পূর্বে সুরাজপুর মানিকপুর ইউনিয়ন এবং উত্তরে বান্দরবান জেলার লামা উপজেলার ফাইতং ইউনিয়ন ও আজিজনগর ইউনিয়ন অবস্থিত।
নামকরণ
জনশ্রুতি আছে যে, এককালে এ অঞ্চলে প্রচুর কাঁকড়া পাওয়া যেত। কাঁকড়ার প্রাচুর্য থেকে এলাকাটির নাম হয় কাকারা।[3]
প্রশাসনিক কাঠামো
কাকারা ইউনিয়ন চকরিয়া উপজেলার আওতাধীন ৭নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চকরিয়া থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৪নং নির্বাচনী এলাকা কক্সবাজার-১ এর অংশ। এটি নলবিলা, লোটনী ও কাকারা এই ৩টি মৌজায় বিভক্ত।[2] এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- বার আউলিয়া নগর
- সাকের মোহাম্মদ চর
- গর্জনিয়া পাহাড়
- উত্তর লোটনী
- দক্ষিণ লোটনী
- মাইজ কাকারা
- কসাই পাড়া
- কুলাল পাড়া
- প্রপার কাকারা
- দক্ষিণ কাকারা
- পূর্ব কাকারা
- পূর্ব কাকারা পাহাড়তলী
শিক্ষা ব্যবস্থা
কাকারা ইউনিয়নের সাক্ষরতার হার ৩৪.১১%।[1] এ ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয়, 2টি দাখিল মাদ্রাসা ও ৮টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[2]
শিক্ষা প্রতিষ্ঠান
- মাধ্যমিক বিদ্যালয়
- কাকারা মাধ্যমিক বিদ্যালয়
- শাহ উমরাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়
- মাদ্রাসা
- কাকারা তাজুল উলুম দাখিল মাদ্রাসা
- পুলের ছড়া দাখিল মাদ্রাসা
- প্রাথমিক বিদ্যালয়
- উত্তর কাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কল্লোল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ কাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বার আউলিয়া নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- লোটনী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শাহ ওমর পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সাকের মোহাম্মদচর সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
কাকারা ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল চিরিঙ্গা-কাকারা সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা ও টমটম।
অর্থনীতি
কাকারা ইউনিয়নের অধিকাংশ ব্যক্তি পেশাজীবী এবং ব্যবসায়ী। এছাড়া কৃষিজীবীও রয়েছে, কৃষিখাতে আয়ের প্রধান উৎস তামাক আর শস্য।
ধর্মীয় উপাসনালয়
কাকারা ইউনিয়নে ৩৯টি মসজিদ ও ৪টি মন্দির রয়েছে।[2]
খাল ও নদী
কাকারা ইউনিয়নের দক্ষিণ ও পূর্ব সীমান্ত দিয়ে বয়ে চলেছে মাতামুহুরী নদী। এছাড়া রয়েছে বাইশ্যারছড়া খাল।[7]
হাট-বাজার
কাকারা ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল কাকারা নয়াহাট এবং পূর্ব কাকারা মাঝের পাড়া বাজার।[8]
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
- মুহাম্মদ আবদুর রশিদ সিদ্দিকী (১৮৯৪-১৯৫১) – বাঙালি সাহিত্যিক, সাংবাদিক, গবেষক ও রাজনীতিবিদ।
জনপ্রতিনিধি
- বর্তমান চেয়ারম্যান: মোহাম্মদ সাহাব উদ্দিন[10]
আরও দেখুন
তথ্যসূত্র
- "চকোরিয়া উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- "এক নজরে কাকারা - কাকারা ইউনিয়ন - কাকারা ইউনিয়ন"। kakharaup.coxsbazar.gov.bd। ১৩ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০১৭।
- "কাকারা ইউনিয়নের ইতিহাস - কাকারা ইউনিয়ন - কাকারা ইউনিয়ন"। kakharaup.coxsbazar.gov.bd। ১৩ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০১৭।
- "গ্রাম ভিত্তিক লোকসংখ্যা - কাকারা ইউনিয়ন - কাকারা ইউনিয়ন"। kakharaup.coxsbazar.gov.bd। ২৮ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০১৭।
- "মাধ্যমিকবিদ্যালয় - কাকারা ইউনিয়ন - কাকারা ইউনিয়ন"। kakharaup.coxsbazar.gov.bd।
- "মাদ্রাসা - কাকারা ইউনিয়ন - কাকারা ইউনিয়ন"। kakharaup.coxsbazar.gov.bd।
- "খাল ও নদী - কাকারা ইউনিয়ন - কাকারা ইউনিয়ন"। kakharaup.coxsbazar.gov.bd। ১৩ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০১৭।
- "হাট বাজারের তালিকা - কাকারা ইউনিয়ন - কাকারা ইউনিয়ন"। kakharaup.coxsbazar.gov.bd।
- "দর্শনীয়স্থান - কাকারা ইউনিয়ন - কাকারা ইউনিয়ন"। kakharaup.coxsbazar.gov.bd। ১৩ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০১৭।
- "- কাকারা ইউনিয়ন - কর্ম=kakharaup.coxsbazar.gov.bd"। ১৩ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০১৭।