কাকদ্বীপ রেলওয়ে স্টেশন
কাকদ্বীপ রেলওয়ে স্টেশন হল শিয়ালদহ–নামখানা লাইনে অবস্থিত একটি কলকাতা শহরতলি রেল স্টেশন। এটি ভারতীয় রেলের অধীনস্থ পূর্ব রেলের অন্তর্গত শিয়ালদহ রেল বিভাগের আওতাধীন। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ ও তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে রেল পরিষেবা প্রদান করে।[1][2]
কাকদ্বীপ | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
কলকাতা শহরতলি রেল স্টেশন | |||||||||||
অবস্থান | কাকদ্বীপ, দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ ভারত | ||||||||||
স্থানাঙ্ক | ২১.৮৭৯৯৩৮° উত্তর ৮৮.১৯৩৯৪৪° পূর্ব | ||||||||||
উচ্চতা | ৪ মিটার (১৩ ফু) | ||||||||||
মালিকানাধীন | ভারতীয় রেল | ||||||||||
পরিচালিত | পূর্ব রেল | ||||||||||
লাইন | শিয়ালদহ–নামখানা লাইন | ||||||||||
প্ল্যাটফর্ম | ২ | ||||||||||
রেলপথ | ২ | ||||||||||
নির্মাণ | |||||||||||
গঠনের ধরন | আদর্শ (স্থল স্টেশন) | ||||||||||
পার্কিং | উপলব্ধ নয় | ||||||||||
সাইকেলের সুবিধা | উপলব্ধ নয় | ||||||||||
প্রতিবন্ধী প্রবেশাধিকার | উপলব্ধ নয় | ||||||||||
অন্য তথ্য | |||||||||||
অবস্থা | সক্রিয় | ||||||||||
স্টেশন কোড | কেডব্লিউডিপি | ||||||||||
অঞ্চল | পূর্ব রেল | ||||||||||
বিভাগ | শিয়ালদহ | ||||||||||
ইতিহাস | |||||||||||
চালু | ২০০১ | ||||||||||
বৈদ্যুতীকরণ | ২০০১ | ||||||||||
পরিষেবা | |||||||||||
| |||||||||||
অবস্থান | |||||||||||
স্টেশন চত্বর
প্ল্যাটফর্মে ভাল আশ্রয়ের আচ্ছাদন আছে। স্টেশনে জল এবং স্যানিটেশন বা পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সহ অনেক সুবিধা রয়েছে। এটি ১২ নং জাতীয় সড়কের সাথে যুক্ত। এই স্টেশনে একটি সঠিক সংযোগ সড়ক আছে।
তথ্যসূত্র
বহিঃসংযোগ
- "Indian Railways History Time Line"। জানুয়ারি ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- "The Chronology of Railway Development in Eastern India"। ২৭ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৯।
- "History of The Electrification of Indian Railways"।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.