কাওরাইদ গয়েশপুর কলেজ
কাওরাইদ গয়েশপুর কলেজ ১৯৭০ সালে সুতিয়া নদীর তীরে স্থাপিত ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার একটি কলেজ।
কাওরাইদ গয়েশপুর কলেজ | |
---|---|
ঠিকানা | |
, ২৩০০ | |
তথ্য | |
নীতিবাক্য | উন্নত শিক্ষা ও দক্ষতা |
শিক্ষকমণ্ডলী | ২৫ |
শ্রেণী | উচ্চমাধ্যমিক |
লিঙ্গ | বালক ও বালিকা |
শিক্ষার্থী সংখ্যা | ৯০০ |
ভাষা | বাংলা |
ক্যাম্পাস | গফরগাঁও |
শিক্ষায়তন | ৬৭ শতাংশ |
ক্যাম্পাসের ধরন | উপশহর |
রং | সবুজ ও সাদা |
অ্যাথলেটিক্স | ক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন |
ক্রীড়া | ফুটবল, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন, হ্যান্ডবল |
অন্তর্ভুক্তি | ময়মনসিংহ |
শিক্ষা বোর্ড | ময়মনসিংহ |
পরিচিতি
কলেজটিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ চালু আছে। কলেজটিতে একটি দ্বিতল প্রশাসনিক ভবন দুটি একাডেমিক ভবন ও একটি বহুতল নির্মাণাধীন একাডেমিক ভবন রয়েছে।
ইতিহাস
১৯৭০ সালের প্রথমদিকে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন কাওরাইদ ও ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলাধীন গয়েশপুর এলাকার স্থানীয় কয়েকজন বিদ্যুৎসাহী, শিক্ষানুরাগী লোকের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় কাওরাইদ গয়েশপুর কলেজ।[1] প্রতিষ্ঠাকালীন সময়ে কলেজটির অধ্যক্ষ ছিলেন পীরে কামেল আলহাজ্ব সামছুল হুদা।
স্থান ও জমি
কলেজের প্রতিষ্ঠার জমিদান করেছেন মরহুম কেরামত আলী খান যিনি এই প্রতিষ্ঠানের সবচেয়ে বেশি জমি দান করে গেছেন। প্রায় ৪ একর জমির উপর কলেজটি স্থাপিত। বর্তমানে কলেজটিতে একটি দৃষ্টিনন্দন বহুতল একাডেমিক ভবন নির্মিত হচ্ছে।