কাওরাইদ ইউনিয়ন
কাওরাইদ ইউনিয়ন বাংলাদেশের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[1]
কাওরাইদ | |
---|---|
ইউনিয়ন | |
৫ নং কাওরাইদ ইউনিয়ন পরিষদ | |
কাওরাইদ কাওরাইদ | |
স্থানাঙ্ক: ২৪°১৩′১৫″ উত্তর ৯০°২৬′৩১″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | গাজীপুর জেলা |
উপজেলা | শ্রীপুর উপজেলা, গাজীপুর |
আয়তন | |
• মোট | ১৫ বর্গকিমি (৬ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ৯৪,৮৪৪ |
• জনঘনত্ব | ৬,৩০০/বর্গকিমি (১৬,০০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ১৭৪৭ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
অবস্থান
উত্তর দিকে পাইথল ইউনিয়ন, উত্তর-পশ্চিম দিকে রাজৈ ইউনিয়ন, কাওরাইদ ইউনিয়নের পশ্চিমে দিকে হবিরবাড়ি ইউনিয়ন, দক্ষিণে বরমী ইউনিয়ন, পূর্বে নিগুয়ারী ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক অঞ্চল
১৫ টি গ্রাম নিয়ে গঠিত কাওরাইদ ইউনিয়ন।
জনসংখ্যা
ইউনিয়নের জনসংখ্যা ৯৪,৮৪৪ জন
খাল ও নদী
- সুতিয়া নদী
- মাটি কাটা নদী
যোগাযোগব্যবস্থা
যোগাযোগ ব্যবস্থা হিসাবে বাস ও ট্রেন আছে।
কাওরাইদের যাতায়াতের প্রধান মাধ্যম হচ্ছে, রেলগাড়ী। শ্রীপুর উপজেলা থেকে কাওরাইদ ইউনিয়ন পরিষদের দুরত্ব ১৩ কিঃ মিঃ। যাতায়াতের প্রধান মাধ্যম হিসাবে রয়েছে ট্রেন, সি.এন.জি ইত্যাদি।
শিক্ষা প্রতিষ্ঠান
প্রাথমিক বিদ্যালয়
- যোগীরছিট সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৯৬৯)
- বাপতা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জাহাঙ্গীরপুর পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
মাধ্যমিক বিদ্যালয়
- বলদীঘাট জে.এম. সরকার উচ্চ বিদ্যালয়
- ত্রিমোহনী বি, ডি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়
- বলদীঘাট জে.এম. সরকার উচ্চ বিদ্যালয়
- হয়দেবপুর ডাঃ কামাল উদ্দিন উচ্চ বিদ্যালয়
- কাওরাইদ কে, এন উচ্চ বিদ্যাল
য়
- ধামলই উচ্চ বিদ্যালয়
- যোগীরছিট উচ্চ বিদ্যালয় (২০০০)
দর্শনীয় স্থান
কবি অতুল প্রসাদ সেনের সমাধি
উল্লেখযোগ্য ব্যক্তি
- স্যার কৃষ্ণগোবিন্দ গুপ্ত (কে.জি গুপ্ত) - ভাটপাড়া ও কাওরাইদের জমিদার, ভাইসরয়ের ইন্ডিয়ান কাউন্সিলের প্রথম ভারতীয় সদস্য।
- অতুল প্রসাদ সেন কে ব্রহ্ম মন্দিরের পাশে সমাধিস্থলে তার চিতাভস্ম সমাহিত করা হয়।
ধর্মীয় প্রতিষ্ঠান
- ব্রহ্ম মন্দির কাওরাইদ
- যোগীরছিট মধ্য পাড়া জামে মসজিদ ও এতিমখানা
- আঃ রাশেদ জামে মসজিদ জাহাঙ্গীরপুর
- জাহাঙ্গীরপুর বাইতুন নুর জামে মসজিদ
তথ্যসূত্র
- "এক নজরে কাওরাইদ ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৬ ডিসেম্বর ২০১৭। ৪ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৯।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.