কাং ইয়াৎজে

কাং ইয়াৎজে (উচ্চতা ৬,৪০০ মিটার (২১,০০০ ফু)) ভারতের লাদাখ অঞ্চলে অবস্থিত একটি পর্বত।

কাং ইয়াৎজে
মার্খা নদী উপত্যকা থেকে দৃষ্ট কাং ইয়াৎজে
সর্বোচ্চ বিন্দু
উচ্চতা৬,৪০০ মিটার (২১,০০০ ফুট)
ভূগোল
অঞ্চলIN-JK
মূল পরিসীমাহিমালয়
আরোহণ
সহজ পথপর্বতের উত্তর দিকের পশ্চিম শৈলশিরা[1]

অবস্থান

কাং ইয়াৎজে ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের লাদাখ অঞ্চলে মার্খা নদী উপত্যকার শেষ প্রান্তে ৩৩.৭৪৮২১৫° উত্তর ৭৭.৫৫৬৮২৫° পূর্ব / 33.748215; 77.556825 স্থানাঙ্কে অবস্থিত হিমালয় পর্বতমালার একটি পর্বত। [2]

বর্ণনা

এই পর্বতের দুইটি শৃঙ্গ বর্তমান। পশ্চিমদিকের কাং ইয়াৎজে ২ শৃঙ্গটির উচ্চতা ৬২০০ মিটার। কাং ইয়াৎজে ২ পর্বতারোহণ করা সহজ বলে এই শৃঙ্গে বহুবার আরোহণ অভিযান হয়েছে। পূর্বদিকের কাং ইয়াৎজে ১ পর্বতশৃঙ্গটি ছুরির ধারের মতো সরু শৈলশিরা ধরে অপেক্ষাকৃত দুর্গম পথে আরোহণ করতে হয় বলে এই শৃঙ্গে অপেক্ষাকৃত কমবার আরোহণ হয়েছে। .[1]

চিত্রশালা

তথ্যসূত্র

  1. "Kang Yatse". SummitPost.org. http://www.summitpost.org/page/320734। সংগৃহীত হয়েছে 2010-03-29.
  2. Trekking Map Ladakh/Zanskar Center (Leh - Padum - Pangong) 1:150.000, Editions Olizane, আইএসবিএন ২-৮৮০৮৬-৩১৬-৩
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.