কাং ইয়াৎজে
কাং ইয়াৎজে (উচ্চতা ৬,৪০০ মিটার (২১,০০০ ফু)) ভারতের লাদাখ অঞ্চলে অবস্থিত একটি পর্বত।
কাং ইয়াৎজে | |
---|---|
![]() মার্খা নদী উপত্যকা থেকে দৃষ্ট কাং ইয়াৎজে | |
সর্বোচ্চ বিন্দু | |
উচ্চতা | ৬,৪০০ মিটার (২১,০০০ ফুট) |
ভূগোল | |
![]() ![]() কাং ইয়াৎজে | |
অঞ্চল | IN-JK |
মূল পরিসীমা | হিমালয় |
আরোহণ | |
সহজ পথ | পর্বতের উত্তর দিকের পশ্চিম শৈলশিরা[1] |
অবস্থান
কাং ইয়াৎজে ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের লাদাখ অঞ্চলে মার্খা নদী উপত্যকার শেষ প্রান্তে ৩৩.৭৪৮২১৫° উত্তর ৭৭.৫৫৬৮২৫° পূর্ব স্থানাঙ্কে অবস্থিত হিমালয় পর্বতমালার একটি পর্বত। [2]
বর্ণনা
এই পর্বতের দুইটি শৃঙ্গ বর্তমান। পশ্চিমদিকের কাং ইয়াৎজে ২ শৃঙ্গটির উচ্চতা ৬২০০ মিটার। কাং ইয়াৎজে ২ পর্বতারোহণ করা সহজ বলে এই শৃঙ্গে বহুবার আরোহণ অভিযান হয়েছে। পূর্বদিকের কাং ইয়াৎজে ১ পর্বতশৃঙ্গটি ছুরির ধারের মতো সরু শৈলশিরা ধরে অপেক্ষাকৃত দুর্গম পথে আরোহণ করতে হয় বলে এই শৃঙ্গে অপেক্ষাকৃত কমবার আরোহণ হয়েছে। .[1]
চিত্রশালা
- কোংমারু গিরিবর্ত্ম থেকে দৃষ্ট কাং ইয়াৎজে
তথ্যসূত্র
- "Kang Yatse". SummitPost.org. http://www.summitpost.org/page/320734। সংগৃহীত হয়েছে 2010-03-29.
- Trekking Map Ladakh/Zanskar Center (Leh - Padum - Pangong) 1:150.000, Editions Olizane, আইএসবিএন ২-৮৮০৮৬-৩১৬-৩
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.