কসাই (চলচ্চিত্র)
কসাই আমজাদ হোসেন পরিচালিত ১৯৮০ সালের বাংলাদেশী নাট্য চলচ্চিত্র।[1] ছবিটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আমজাদ হোসেন। এতে অভিনয় করেছেন আলমগীর, কবরী সারোয়ার, ববিতা, রোজিনা, জসিম, আনোয়ারা প্রমুখ।[2]
কসাই | |
---|---|
পরিচালক | আমজাদ হোসেন |
রচয়িতা | আমজাদ হোসেন |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | আলাউদ্দিন আলী |
মুক্তি | ১৯৮০ |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
চলচ্চিত্রটি ১৯৮০ সালে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এ এবং ১৯৮১ সালে জার্মানিতে একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়।[3][4] এই চলচ্চিত্রের জন্য ৬ষ্ঠ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে রোজিনা শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী বিভাগে,[5] আলাউদ্দিন আলী শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক বিভাগে, সৈয়দ আব্দুল হাদী শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী বিভাগে[6] এবং সাবিনা ইয়াসমিন শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী বিভাগে[7] পুরস্কৃত হন।
সঙ্গীত
কসাই চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন আলাউদ্দিন আলী। গীত রচনা করেছেন গাজী মাজহারুল আনোয়ার ও আমজাদ হোসেন। গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, সৈয়দ আব্দুল হাদী ও রুনা লায়লা।[10]
গানের তালিকা
নং. | শিরোনাম | লেখক | কণ্ঠশিল্পী | দৈর্ঘ্য |
---|---|---|---|---|
১. | "বন্ধু তিন দিন তোর বাড়ি গেলাম দেখা পাইলাম না" | গাজী মাজহারুল আনোয়ার | রুনা লায়লা | ২:৫৯ |
২. | "আমার দোষে দোষী আমি" | আমজাদ হোসেন | সৈয়দ আব্দুল হাদী | ২:৫২ |
পুরস্কার
- বিজয়ী: শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী - রোজিনা
- বিজয়ী: শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক - আলাউদ্দিন আলী
- বিজয়ী: শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী - সৈয়দ আব্দুল হাদী
- বিজয়ী: শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী - সাবিনা ইয়াসমিন
তথ্যসূত্র
- "বহুমাত্রিক চলচ্চিত্র নির্মাতা"। দৈনিক ইত্তেফাক। ৩০ নভেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০১৭।
- এলাহী, ফজলে (অক্টোবর ০২, ২০১৫)। "সাদাকালোয় সোনালি দিন"। বণিকবর্তা। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০১৭। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য) - হাসান, জাকীর (মে ২০, ২০১৬)। "আনত্মর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের সিনেমা"। আনন্দ আলো। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০১৭।
- "'কসাই' খুঁজছেন আমজাদ হোসেন"। বাংলাদেশ প্রতিদিন। ২০১৭-০২-০৬। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৯।
- "রোজিনার সেরা পাঁচ"। বিনোদনবাজার। এপ্রিল ২২, ২০১৬। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০১৭।
- বিউটি, রওশন আরা (২৯ আগস্ট ২০১৩)। "বাংলা গানের প্রবাদ পুরুষ সৈয়দ আবদুল হাদী"। দৈনিক আজাদী। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০১৭।
- আহমেদ, শিমুল (সেপ্টেম্বর ২৬, ২০১৪)। "বাংলা গানের অহঙ্কার সাবিনা ইয়াসমীন"। যায়যায়দিন। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০১৭।
- "পপি থেকে অসাধারণ 'ববিতা'র গল্প"। মিডিয়া খবর। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০১৭।
- বাবু, মাজহার। "নায়ক জসিমের ১৭তম মৃত্যুবার্ষিকীতে নানা আয়োজন"। এনটিভি অনলাইন। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০১৭।
- "বন্ধু তিন দিন তোর বাড়িত গেলাম…"। সুরমা ভিউ। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০১৭।