কসবা পৌরসভা
কসবা পৌরসভা বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত একটি পৌরসভা।
কসবা | |
---|---|
পৌরসভা | |
কসবা পৌরসভা | |
![]() ![]() কসবা | |
স্থানাঙ্ক: ২৩°৪৫′২″ উত্তর ৯১°৮′৪৪″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | ব্রাহ্মণবাড়িয়া জেলা |
উপজেলা | কসবা উপজেলা |
প্রতিষ্ঠাকাল | ১৯৯৯ |
সরকার | |
• পৌর মেয়র | মোঃ গোলাম হাক্কানী (আওয়ামী লীগ) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৪৬০ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
আয়তন
কসবা পৌরসভার আয়তন ৩,৮৭০ একর (১৫.৬৬ বর্গ কিলোমিটার।[1]
জনসংখ্যার উপাত্ত
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কসবা পৌরসভার মোট জনসংখ্যা ৪০,৪১৬ জন। এর মধ্যে পুরুষ ১৯,৭৪৯ জন এবং মহিলা ২০,৬৬৭ জন। মোট পরিবার ৭,৭৫৭টি।[1] জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ২,৫৮১ জন।[2]
অবস্থান ও সীমানা
কসবা উপজেলার মধ্যাংশে কসবা পৌরসভার অবস্থান। এ পৌরসভার দক্ষিণে কায়েমপুর ইউনিয়ন, পশ্চিমে কসবা পশ্চিম ইউনিয়ন, উত্তরে বিনাউটি ইউনিয়ন এবং পূর্বে গোপীনাথপুর ইউনিয়ন ও ভারতের ত্রিপুরা প্রদেশ অবস্থিত।
ইতিহাস
কসবা উপজেলার ৭নং কসবা ইউনিয়নের পূর্বাংশ নিয়ে কসবা পৌরসভা প্রতিষ্ঠিত হয়।
প্রশাসনিক এলাকা
কসবা পৌরসভা একটি 'গ' শ্রেণীর পৌরসভা। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম কসবা থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৬নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৪ এর অংশ। এটি ৯টি ওয়ার্ডে বিভক্ত। ওয়ার্ডভিত্তিক এ পৌরসভার এলাকাসমূহ হল:[2][3]
ওয়ার্ড নং | আওতাধীন এলাকা |
---|---|
১নং ওয়ার্ড | শাহপুর (আংশিক), তিলারপাড়, উলুছড়া |
২নং ওয়ার্ড | গুরিয়ারূপ, শাহপুর (আংশিক) |
৩নং ওয়ার্ড | তালতলা, নিতাইনগর, জগতপুর |
৪নং ওয়ার্ড | আড়াইবাড়ী (আংশিক), বাঘাইয়া, বিশারাবাড়ী, কসবা পশ্চিম (আংশিক), শালিকপাড়া |
৫নং ওয়ার্ড | আড়াইবাড়ী (আংশিক), গুরুহিত, ফুলতলী, কসবা সদর (আংশিক), শীতলপাড়া, তেতৈয়া |
৬নং ওয়ার্ড | আকুবপুর, আতকাপাড়া, চড়নাল, নোয়াপাড়া, গুরুহিত (আংশিক), মির পুকুরপাড় |
৭নং ওয়ার্ড | কসবা (আংশিক), খারপাড়া (আংশিক), তারাপুর, সাহাপাড়া, কল্যাণ সাগরের চারপাশ |
৮নং ওয়ার্ড | কসবা সদরপাড়া, ইমামপাড়া, কর্মকারপাড়া, কালিকাপুর, খারপাড়া (আংশিক), মরা পুকুরপাড় |
৯নং ওয়ার্ড | বগাবাড়ি, কাঞ্চনমুড়ি, হাঁকর, পানাইয়ার পাড়, কৃষ্ণপুর |
শিক্ষা ব্যবস্থা
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কসবা পৌরসভার সাক্ষরতার হার ৪৪.৭%।[1]
আরও দেখুন
তথ্যসূত্র
- "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৯।
- "ব্রাহ্মণবাড়িয়া জেলার তথ্য উপাত্ত" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ১৩ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৯।
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৩ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৯।