কসবা পশ্চিম ইউনিয়ন

কসবা পশ্চিম বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত কসবা উপজেলার একটি ইউনিয়ন। ২০১৭ সালে কসবা পশ্চিম ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হয়।[1]

কসবা পশ্চিম
ইউনিয়ন
৭নং কসবা পশ্চিম ইউনিয়ন পরিষদ
কসবা পশ্চিম
কসবা পশ্চিম
বাংলাদেশে কসবা পশ্চিম ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৪৫′২″ উত্তর ৯১°৬′৫৮″ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাব্রাহ্মণবাড়িয়া জেলা
উপজেলাকসবা উপজেলা 
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৪৬০

আয়তন

কসবা পশ্চিম ইউনিয়নের আয়তন ১,৩৩৫ একর (৫.৪০ বর্গ কিলোমিটার)। এটি আয়তনের দিক থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সবচেয়ে ছোট ইউনিয়ন।[2]

জনসংখ্যার উপাত্ত

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কসবা পশ্চিম ইউনিয়নের মোট জনসংখ্যা ১০,০৪২ জন। এর মধ্যে পুরুষ ৪,৭৬৩ জন এবং মহিলা ৫,২৭৯ জন। মোট পরিবার ১,৮৭১টি।[2] জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১,৮৫৯ জন।[3]

অবস্থান ও সীমানা

কসবা উপজেলার মধ্যাংশে কসবা পশ্চিম ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পূর্বে কসবা পৌরসভা, উত্তরে বিনাউটি ইউনিয়নখাড়েরা ইউনিয়ন, পশ্চিমে মেহারী ইউনিয়নকুটি ইউনিয়ন এবং দক্ষিণে কায়েমপুর ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

কসবা পশ্চিম ইউনিয়ন কসবা উপজেলার আওতাধীন ৭নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম কসবা থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৬নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৪ এর অংশ।

শিক্ষা ব্যবস্থা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কসবা পশ্চিম ইউনিয়নের সাক্ষরতার হার ৪৮.৬%।[2]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "বিশেষ অর্জন - কসবা উপজেলা"kasba.brahmanbaria.gov.bd। ২০২১-০৫-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১২-০৪
  2. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৯
  3. "ব্রাহ্মণবাড়িয়া জেলার তথ্য উপাত্ত" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ১৩ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.