কল্যাণ মিত্র

কল্যাণ মিত্র (১৯৩৯ - অজানা) বাংলাদেশের সাহিত্যিক, অভিনেতা, নির্দেশক ও নাট্যকার ছিলেন। নাটকে বিশেষ অবদানের জন্য তিনি ১৯৭২ সালে বাংলা একাডেমি পুরস্কার পান।[1][2][3] তিনি মৃত্যুবরণ করেছেন।

কল্যাণ মিত্র
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯৩৯
ব্রিটিশ ভারত
(বর্তমান বাংলাদেশ)
মৃত্যুঅজানা
জাতীয়তাব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত)
পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে)
বাংলাদেশ
পুরস্কারবাংলা একাডেমি পুরস্কার (১৯৭২)

কর্মজীবনী

কল্যাণ মিত্র ১৯৩৯ সালে কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন। ২০ শতকের ৬০ ও ৭০ এর দশকে তার নাটক মঞ্চে ও বেতারে পরিবেশিত হয়। তার অধিকাংশ নাটক বগুড়া থেকে প্রকাশিত হয়। সামাজিক নাটকে তিনি যুক্ত থাকলেও বাংলাদেশের মুক্তিযুদ্ধের নাটক লিখেছেন। ১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে তার লেখা ব্যঙ্গনাটক ''জল্লাদের দরবারে'' ও ব্যঙ্গ নাটিকা ''মীরজাফরের রোজনামচা'' বেশ আলোড়ন সৃষ্টি করে। অনেকটা কলকাতার ঢংয়ে তিনি নাটকের চরিত্র নির্মাণ, ঘটনা বিন্যাস করতেন।[3][4]

গ্রন্থ তালিকা

  • দায়ী কে (১৯৬০),
  • শপথ (১৯৬৭),
  • শুভ বিবাহ (১৯৬৭),
  • প্রদীপশিখা (১৯৬৭),
  • কুয়াশা কান্না (১৯৬৭),
  • অনন্যা (১৯৬৭),
  • ত্রিরত্ন (১৯৬৭),
  • সাগর সেঁচা মানিক (১৯৬৮),
  • টাকা আনা পাই (১৯৬৮),
  • পাশের বাড়ি,
  • বাঈজী,
  • লালন ফকির (১৯৭৭),
  • সূর্য মহল

পুরস্কার ও সম্মাননা

তথ্যসূত্র

  1. "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ী"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৯ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২২
  2. "যোগ্য লোকের হাতে উঠুক বাংলা একাডেমি পুরস্কার"জাগোনিউজ২৪.কম। ৯ জানুয়ারি ২০২২। Archived from the original on ১৬ জানুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২২
  3. শহীদ ইকবাল (২০১৪)। বাংলাদেশের নাটকের রূপরেখা। বাংলাদেশ: গ্রাফোসম্যান পাবলিকেশন। পৃষ্ঠা 122। আইএসবিএন 9789849121565।
  4. "মিত্র, কল্যাণ"বাংলাপিডিয়া। ৪ মার্চ ২০১৫। Archived from the original on ২৪ জানুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০২২
  5. "লোক নাট্যদলের ৩৮ বছর পূর্তিতে 'সোনাই মাধব' আজ প্রদান করা হবে স্বর্ণপদক"দৈনিক বাংলাদেশ প্রতিদিন। ৬ জুলাই ২০১৯। Archived from the original on ২৪ জানুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০২২

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.