কালিয়াবড় লোকসভা কেন্দ্র

কলিয়াবর লোকসভা কেন্দ্র উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যের ১৪টি লোকসভা আসনের মধ্যে অন্যতম।

বিধানসভা খণ্ডসমূহ

কলিয়াবর লোকসভা কেন্দ্র নিম্নলিখিত বিধানসভা খণ্ডসমূহ নিয়ে গঠিত:[1]

লোকসভার সদস্যবৃন্দ

ক্ৰমবৰ্ষপ্ৰাৰ্থীদল
১৯৬৭বেদব্ৰত বরুয়াভারতীয় জাতীয় কংগ্রেস
১৯৭১বেদব্ৰত বরুয়াভারতীয় জাতীয় কংগ্রেস
১৯৭৭বেদব্ৰত বরুয়াভারতীয় জাতীয় কংগ্রেস
১৯৮০বিষ্ণু প্ৰসাদভারতীয় জাতীয় কংগ্রেস
১৯৮৪ভদ্ৰেশ্বর তাঁতিঅসম গণ পরিষদ
১৯৯১তরুণ গগৈভারতীয় জাতীয় কংগ্রেস
১৯৯৬কেশব মহন্তঅসম গণ পরিষদ
১৯৯৮তরুণ গগৈভারতীয় জাতীয় কংগ্রেস
১৯৯৯তরুণ গগৈভারতীয় জাতীয় কংগ্রেস
১০২০০৪দীপ গগৈভারতীয় জাতীয় কংগ্রেস
১১২০০৪দীপ গগৈভারতীয় জাতীয় কংগ্রেস
১২২০১৪গৌরব গগৈ[2]ভারতীয় জাতীয় কংগ্রেস

সাধারণ নির্বাচন ২০১৪

সাধারণ নির্বাচন, ২০১৪
দল প্রার্থী ভোট % ±%
কংগ্রেস গৌরব গগৈ ৪,৪৩,৩১৫ ৩৮.০০ +৬.৪০
বিজেপি মৃণাল কুমার শইকিয়া ৩,৪৯,৪৪১ ২৯.৯৬ +২৯.৯৬
নিখিল ভারতীয় সংযুক্ত গণতান্ত্রিক মোর্চা বিজয় কুমার তিরু ২৩১,২৯৫ ১৯.৮৩ -০.৮৯
উপরের কেউই না উপরের কেউই না ১২,৪০৩ ১.০৬
সংখ্যাগরিষ্ঠতা ৯৩,৮৭৪ ৮.০৫ -৭.৭৭
ভোটার উপস্থিতি ৯,৮০,৬৮৮
কংগ্রেস নির্বাচনী এলাকা ধরে রাখে সুইং

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "List of Parliamentary & Assembly Constituencies" (পিডিএফ)Assam। Election Commission of India। ২০০৬-০৫-০৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১০-০৬
  2. "GENERAL ELECTION TO LOK SABHA TRENDS & RESULT 2014"। ELECTION COMMISSION OF INDIA। ১৬ মে ২০১৪। ১৯ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জুন ২০১৪
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.