কলাবাড়ী ইউনিয়ন
কলাবাড়ী ইউনিয়ন বাংলদেশের ঢাকা বিভাগের গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার একটি ইউনিয়ন।[1][2]
কলাবাড়ী | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() ![]() কলাবাড়ী ![]() ![]() কলাবাড়ী | |
স্থানাঙ্ক: ২২°৫৮′৪৬″ উত্তর ৮৯°৫৯′৪৪″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | গোপালগঞ্জ জেলা |
উপজেলা | কোটালীপাড়া উপজেলা ![]() |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
শিক্ষা প্রতিষ্ঠান
সরকারি কলেজ
- সরকারি শেখ রাসেল কলেজ, হিজলবাড়ী
বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়
- বিনয়কৃষ্ণ আদর্শউচ্চ বিদ্যালয়,হিজলবাড়।
- রাধাকান্ত উচ্চ বিদ্যালয়, কলাবাড়ী।
- পঞ্চপল্লী উচ্চবিদ্যালয়, বৈকুন্ঠপুর।
বালিকা বিদ্যালয়
- কুমারী রেখা রাণী নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যাল, বুরুয়া।
দর্শনীয় স্থান
- মুক্তিযোদ্ধা ফলক, কালিগঞ্জ বাজার।
- শ্রী শ্রী নেহালচাঁদ ঠাকুরের জন্মস্থান মন্দির,চকপুকুরিয়া।
- চকপুকুরিয়া সর্বজনীন গণেশ পাগল সেবাশ্রম,চকপুকুরিয়া।
- শ্রীশ্রী নরোত্তম ব্রজবাসী গোস্বামীর জন্মস্থান মন্দির,ভাঙ্গারপার।
- সর্বজনীন কালীগঙ্গা মন্দির,বৈকুন্ঠপুর।
- বিল বাঘিয়ার বিল, রামনগর, কলাবাড়ী।
আরও দেখুন
তথ্যসূত্র
- "কলাবাড়ী ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৮ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২০।
- "কোটালীপাড়া উপজেলা"। বাংলাপিডিয়া। ৯ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২০।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.