কলাকোপা ইউনিয়ন
কলাকোপা ইউনিয়ন বাংলাদেশের ঢাকা বিভাগের ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। উপজেলা সদর সম্পূর্ণ অত্র কলাকোপা ইউনিয়নের অন্তর্গত।[1]
কলাকোপা ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
৮নং কলাকোপা ইউনিয়ন পরিষদ। | |
কলাকোপা ইউনিয়ন কলাকোপা ইউনিয়ন | |
স্থানাঙ্ক: ২৩°৩৯′২১″ উত্তর ৯০°৯′৪০″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | ঢাকা জেলা |
উপজেলা | নবাবগঞ্জ উপজেলা, ঢাকা |
ইউপি ভবন স্থাপন কাল | ২৪ ডিসেম্বর ২০০৫ |
সরকার | |
• চেয়ারম্যান | মোঃ ইব্রাহীম খলিল |
আয়তন | |
• মোট | ৭ বর্গকিমি (৩ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ২২,৪৫৪ (প্রায়)। |
সাক্ষরতার হার | |
• মোট | ৭০% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ১৩২০ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
আয়তন ও জনসংখ্যা
গ্রামের সংখ্যা: ২৮টি
মৌজার সংখ্যা: ১১টি
মোট জনসংখ্যা: ২২,৪৫৪ জন (প্রায়)
ভোটার সংখ্যা: ১৪,০৮১ জন (পুরুষ- ৬,৪৩৭ জন এবং মহিলা- ৭,৬৪৪ জন)।
শিক্ষা
সাক্ষরতার হার: ৭০%।
শিক্ষা প্রতিষ্ঠান:
- সরকারী প্রাথমিক বিদ্যালয়: ০৩টি
- বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়: ০১টি
- উচ্চ বিদ্যালয়: ০৫টি
- মাদ্রাসা: ০৫টি
- কিন্ডার গার্ডেন স্কুল: ০৬টি
- কলেজ: ০২টি
- এতিমখানা: ০২টি (১টি পুরুষ/ ১টি মহিলা)।
দর্শনীয় স্থান
ব্রজ নিকেতন (জজ বাড়ি): কলাকোপা ইউনয়নের ব্রজ নিকেতন বিনোদনের এক অপূর্ব স্থান। ব্রজ নিকেতন স্থানীয়ভাবে জজ বাড়ি নামেও পরিচিত। ব্রজ নিকেতনের চোখ ধাঁধানো নির্মাণশৈলী দেখে মুগ্ধ হতে হয় দর্শনার্থীদের।[2]
জনপ্রতিনিধি
বর্তমান চেয়ারম্যান: মোঃ ইব্রাহীম খলিল।
প্রাক্তন চেয়ারম্যানগণের তালিকা:[3]
চেয়ারম্যানের নাম | দায়িত্বকাল |
বাবু হেম চন্দ্র কবিরাজ | ১৯৫৭ |
মাহাতাব উদ্দিন খান | ১৯৫৮ |
ডাঃ তারক সাহা | ১৯৫৯-১৯৬২ |
বাবু নকুলেশ্বর রায় | ১৯৬৩ |
মাহাতাব উদ্দিন খান | ১৯৬৪-১৯৬৯ |
আঃ কুদুস আলী | ১৯৭৪-১৯৭৬ |
তৈয়ব আহমেদ | ১৯৭৭- ২০১৬ |
গ্রামসমূহের নাম
আমিরপুর, কাশিমপুর, খন্দকার নোয়াদ্দা, খন্দকারহাটি, গোপালপুর, গোপিকান্তপুর, গোয়ালনগর, জালালপুর, নবাবগঞ্জ, পশ্চিম সমসাবাদ, পানালিয়া, পীরমামুদিয়া, পুকুরপাড়, পূর্ব সমসাবাদ, বড়নগর, বাগমারা, বাগহাটি, বিবিরচর, বৈকন্ঠপুর, বৌরাহাটি, ভুইয়াহাটি, মধ্যনগর, মহাজনপুর, মাধবপুর, রাজপাড়া, রাজারামপুর, রায়হাটি, শুরগঞ্জ । [4]
আরও দেখুন
তথ্যসূত্র
- "কলাকোপা ইউনিয়ন"। kalakopaup.dhaka.gov.bd। ২০২১-০৭-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৩।
- "কলাকোপা-বান্দুরার ঐতিহ্যের পাশে 'মিনি কক্সবাজার' মৈনট ঘাট"। চ্যানেল আই অনলাইন। ২০১৭-০৮-০১। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৩।
- "কলাকোপা ইউনিয়ন"। kalakopaup.dhaka.gov.bd। ২০২১-০৭-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৩।
- "কলাকোপা ইউনিয়ন, বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন"। ২৩ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০২১।