কলকাতা মহানগর অঞ্চল
কলকাতা মহানগর অঞ্চল বা কলকাতা মেট্রোপলিটান অঞ্চল (কেএমএ) বা বৃহত্তর কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা মহানগরের একটি সংযুক্ত নগরাঞ্চল। দিল্লি ও মুম্বইয়ের পর এটি ভারতের তৃতীয় সবথেকে জনবহুল মহানগর এলাকা। এলাকাটি কলকাতা মেট্রোপলিটান ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ) দ্বারা পরিচালিত। চারটি পৌরসংস্থা ও ৩৮টি পৌরসভা এই এলাকার অন্তর্গত।[2][3]
কলকাতা মহানগর অঞ্চল কলকাতা মেট্রোপলিটান অঞ্চল কেএমএ বৃহত্তর কলকাতা | |
---|---|
মহানগর এলাকা | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
মূল শহর | কলকাতা |
জেলাসমূহ | কলকাতা উত্তর ২৪ পরগনা দক্ষিণ ২৪ পরগনা নদিয়া হাওড়া হুগলী |
সরকার | |
• শাসক | কলকাতা মেট্রোপলিটান ডেভেলপমেন্ট অথরিটি |
আয়তন | |
• মোট | ১,৮৮৬.৬৭ বর্গকিমি (৭২৮.৪৫ বর্গমাইল) |
জনসংখ্যা (2011)[1] | |
• মোট | ১,৪১,১২,৫৩৬ |
• জনঘনত্ব | ৭,৫০০/বর্গকিমি (১৯,০০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | ভারত মান সময় (ইউটিসি+5.30) |
ওয়েবসাইট | www |
এক্তিয়ার
এক্তিয়ার | ||
---|---|---|
মানব বসতি | নাম | মোট সংখ্যা |
পৌরসংস্থা | কলকাতা, চন্দননগর, বিধাননগর, হাওড়া | ৪ |
পৌরসভা |
| ৩৮ |
জনপরিসংখ্যান
২০১১ সালে জনগণনার তথ্য অনুসারে কলকাতা মহানগর অঞ্চলের মোট জনসংখ্যা ১,৪১,১২,৫৩৬ জন অর্থাৎ ১ কোটি ৪০ লক্ষের কিছু বেশি।[4] কেএমডিএ-এর রিপোর্ট অনুযায়ী অঞ্চলটির মোট আয়তন ১,৮৮৬.৬৭ বর্গকিলোমিটার (৭২৮.৪৫ মা২), সুতরাং এই অঞ্চলটির জনঘনত্ব ৭,৪৮০ প্রতি বর্গকিলোমিটার (১৯,৪০০ /বর্গমাইল)
পাদটীকা
- http://censusindia.gov.in/2011-prov-results/paper2/data_files/india2/Million_Plus_UAs_Cities_2011.pdf
- Kolkata ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৮ মার্চ ২০১২ তারিখে. Metropolis.org.
- "Chapter II – The Vision _ Evolution of Kolkata Metropolitan Area" (পিডিএফ)। jnnurmmis.nic.in। ১১ এপ্রিল ২০০৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মে ২০২২।
- http://censusindia.gov.in/2011-prov-results/paper2/data_files/india2/Million_Plus_UAs_Cities_2011.pdf
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.